নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
আমি দোষী । এক পথশিশুর কাছে যারা পথে খায় , পথে ঘুমায় চিনতে পারলে না ! যে তোমার কাছে অন্ন চেয়েছিল অনেক বেশি না ! সামান্য
তাড়িয়ে দিয়েছিলে হয়ত ! এটা হয়ত ধূসর বাস্তবতা ! যেখানে কুয়াশার ভোরের মত করে পথশিশুর সুখগুলি যায় ঝরে সমাজ হা করে তাকায় ! তুমি ধ্বংস হয়ে যাও সমাজ কিছু বলবে না! তুমি অসহায় , সমাজ নয়
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৪
অরুনি মায়া অনু বলেছেন: হুম আমরা দোষী