![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদ্র এই অবনী পরে,রয়েছে কী কেউ আজীবন ধরে. ...তবুও কেন এতো হিংসা -বিদ্বেষ, আমাদের এই লোক লোকান্তরে..
তার নাম রোনালদো দ্যা লিমা।। অনেকেই তাকে ডাকে দ্যা ফেনোম্যানোন বা বড় রোনালদো নামে....।।ফেনোম্যানোন শব্দটির আভিধানিক অর্থ হলো মায়া বা ভ্রম।।আসলেই তাকে দেখলে বিপক্ষ দলের ডিফেন্ডাররা ভ্রমের মধ্যেই পড়ে যেতো।।
চির- প্রতিদন্ধী দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলের হয়ে ব্যালন ডি'ওর জিতা প্লেয়ার হলো ফেনোম্যানোন খ্যাত ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো দ্যা লিমা।।(১৯৯৭,২০০২)
মাত্র ২১ বছর বয়সেই ১৯৯৭ সালে ব্যালন ডি'ওর জিতে এই কিংবদন্তী প্লেয়ার....আমার জানামতে রোনালদো দ্যা লিমাই সবচাইতে কম বয়সে ব্যালন-ডি-ওর জিতা প্লেয়ার...
মাত্র ২০ বয়সেই জিতে ফিফা প্লেয়ার অফ দ্যা ইয়ার এবং সর্বোচ্চ ৩ বার জিতে।।(১৯৯৬,১৯৯৭,২০০২)
এখানেই শেষ হয়ে যায়নি তার ইতিহাস।।।
ব্রাজিলের হয়ে মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৪ সালে জয়লাভ করে বিশ্বকাপ।।।এবং ২৬ বছর বয়সে ২০০২ সালে দ্বিতীয় বারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে ফেনোম্যানোন খ্যাত এই ব্রাজিলিয়ান...এবং সেই বার টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন তিনি এবিং জিতেছেন গোল্ডেন বল।।
এছাড়াও ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্সাপ হয় তার দল
ব্রাজিলের হয়ে ২ বার কোপা আমেরিকাও জিতে নেই রোনালদো।।(১৯৯৭,১৯৯৯)
এবং ১৯৯৫ সালে রানার্সাপ হয় তার দল।।
১৯৯৭ সালে নিজ দল ব্রাজিলের হয়ে ফিফা কনফেডারেশন কাপও জিতেন তিনি...
এছাড়াও ছয়টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে মোট ১৩ টি ট্রফি জিতেন এই প্লেয়ার...
আশ্চর্যের বিষয় হলো ছয়টি ভিন্ন ভিন্ন ক্লাবের প্রত্যেকটির হয়েই ট্রফি জিতার রেকর্ড আছে তার।।
অর্থাৎ তার সময়ে নিজ ক্লাবের কোন দলকে ট্রফিলেস থাকতে হয়নি।।।
কোন ক্লাবের হয়েই ব্যর্থতার মুখ দেখেন নি এই ব্রাজিলিয়ান।।
★★★একনজরে দেখে নেয়া যাক ক্লাবের হয়ে তার ম্যাচ,গোল এবং ট্রফির পরিসংখ্যান★★★
★★★★সিজন:১৯৯৩-৯৪★★★★★
ক্লাব :ক্রুজেইরো,
★ম্যাচ :১৪
★ গোল :১২
ট্রফি:১)ক্যাম্পিয়েনাটো মিনেইরো-১৯৯৪
২)কোপা দ্যা ব্রাজিল-১৯৯৩
★★★★সিজন:১৯৯৪-৯৬★★★★★
ক্লাব:পি.এস.ভি
★ম্যাচ:৪৬
★গোল:৪২
★ট্রফি:১)কে.এন.ভি.বি কাপ-১৯৯৬
২)জোহান ক্রুইজফ স্কাল-১৯৯৬
★★★★সিজন:১৯৯৬-৯৭★★★★★
♦ক্লাব:বার্সেলোনা
★ম্যাচ:৩৭
★গোল:৩৪
★ট্রফি:১)কোপা দেল রে-১৯৯৭
২)উয়েফা কাপ-১৯৯৭
৩)সুপারকোপা দ্যা স্পানা-১৯৯৬
★★★★সিজন:১৯৯৭-২০০২★★★
♦ক্লাব:ইন্টারমিলান
★ম্যাচ:৬৮
★গোল:৪৯
★ট্রফি:১)উয়েফা কাপ-১৯৯৮
★★★★সিজন:২০০২-২০০৭★★★
♦ক্লাব:রিয়াল মাদ্রিদ
★ম্যাচ:১২৭
★গোল:৮৩
★ট্রফি:১)লা-লীগা-২০০২-৩
২)ইটারকন্টিনাল কাপ-২০০২
২)সুপারকোপা দ্যা স্পানা-২০০৪
★★★★সিজন:২০০৭-২০০৮★★★
♦ক্লাব:এসি মিলান
★ম্যাচ:২০
★গোল:৯
★ট্রফি:এই সিজনের বেশীরভাগ সময় ইঞ্জুরীতেই ছিলো রোনালদো।।
★★★★সিজিন:২০০৯-১১★★★★
♦ক্লাব:কারিন্থিয়ান্স
★ম্যাচ:৩১
★গোল:১৮
★ট্রফি:১)চ্যাম্পিয়ানাটো পুলিস্তা-২০০৯
২)কোপা দ্যা ব্রাজিল-২০০৯
এভাবেই ক্লাব ক্যারিয়ার নিজ দেশ ব্রাজিলে শেষ করেছেন ফেনোম্যানোন খ্যাত এই মানুষটি।।
★★★জাতীয় দল পরিসংখ্যান★★★★
♦ব্রাজিল অনুর্দ্ধ ১৭
★ম্যাচ :৭
★গোল :৫
♦ব্রাজিল অনুর্দ্ধ ২৩
★ম্যাচ:৮
★গোল:৬
♦ব্রাজিল জাতীয় দল
★ম্যাচ:৯৮
★গোল:৬২
★ট্রফি:
১)ফিফা ওয়ার্ল্ড কাপ:১৯৯৪,২০০২
২)কোপা আমেরিকা:১৯৯৭,১৯৯৯
৩)কনফেডারেশন কাপ:১৯৯৭
ফিফা ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি...
এছাড়াও বিভিন্ন ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ ছিলো সাবেক এই ব্রাজিলিয়ান প্লেয়ারের ফুটবল ক্যারিয়ার।।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: মুটিয়ে যাওয়ার কারণে তার খেলা বেশি লম্বা হয়নি।
ডেডলিয়েস্ট স্ট্রাইকার!
আমি রোনালদোর চেয়ে সেরা স্ট্রাইকার একটাও দেখিনি। যদি কেউ থেকে থাকে - সে রোনালদো পূর্ব যুগের হবে। রোনালদো আসার পর থেকে এখন পর্যন্ত সে ই সেরা স্ট্রাইকার (নাম্বার নাইন জার্সি) [মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা ফুল স্ট্রাইকার না - এইখানে অনেকেই গলদ লাগায়।]
পোষ্টে একটা ভুল আছে।
১৯৯৮ বিশ্বকাপের গোল্ডেন বল পায় রোনালদো। আর ২০০২ বিশ্বকাপে পেয়েছিল গোল্ডেন বুট (সর্বোচ্চ ৮ গোল)। ঐ বিশ্বকাপের গোল্ডেন বল পেয়েছিল অলিভার কান।
ঠিক করে নিন এটা।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
ভীন গ্রহের পরবাসী বলেছেন: ধন্যবাদ..রক্তিম দিগন্ত..পিসিতে বসলে ঠিক করে নিবো..
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
ফেরিওয়ালা দাদা বলেছেন: আমার কাছে সর্বকালের সেরা। ইনজুরি জন্য তাকে পেলে হতে দিল না।