![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা হইলো অনেক জায়গায়। বাংলাদেশ ব্যাংক থেইকা ৮০০ কোটি টাকা চুরি গেলো। আমরা মাইতা থাকলাম জুনায়েদ নামের এক ফাউলের ভিডিও লইয়া
আইসিসি তাসকিন আর সানিরে নিষিদ্ধ করছে। আমরা ফেসবুক প্রতিবাদের ঝড় তুইলা ফেললাম। পত্রিকায় দেখলাম বিসিবির লোকে কয় প্রতিবাদ করবো। ঐ হালার চ্যালেঞ্জ করবার যোগ্যতা নাই, খালি জানে প্রতিবাদ োদাইতে। সাকলাইন সজীবরেও দেখলাম সাক্ষাৎকারে বিশ্বকাপে যাওনের চান্সে বগল বাজাইতে। সানি নিষিদ্ধ হইছে, এইডার অপেক্ষায় যেন আছিলো সে। এইরকম আর কতজন তরুণ ক্রিকেটার ভাই-বেরাদারদের নিষিদ্ধ হওনের অপেক্ষায় আছে, কে জানে।
সুন্দরবনরে বাঘে খাইতে পারেনাই, মাইনষেই খাইয়া দিলো। এইডা নিয়াও চিন্তা ভাবনা নাই। একের পর জাতীয় ঘটনা চোখ এড়াইয়া, দেশপ্রেম এখন জমা হইছে ক্রিকেট খেলায়। হিটলার বাঁইচা নাই, থাকলে সবডিরে এক থাব্রা দিয়া ক্রিকেট আবার নিষিদ্ধ করতো। হিটলার না থাব্রাইলেও, নিজেই নিজেরে থাব্রাই।
শালার আজব এক মেরুদন্ডহীন প্রজন্ম হইলাম আমরা। খালি প্রতিবাদ করি। এত প্রতিবাদ কইত্থে আসে! আদায় করা শিখলাম না কিছুই।
কার্তেসী Rakibul Haider
২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
গেম চেঞ্জার বলেছেন: আবেগ!! সব আবেগ রে ভাই!! এইডা সামলানোর রাস্তা আছে?
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
মুহীদ বলেছেন: ভাই, রাস্তা আছে। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। এটাই সামলানোর রাস্তা বলতে পারেন আবার সমাধান ও বলতে পারেন।
৩| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
ক্লান্ত রিয়াদ বলেছেন: এক আজিব ধরণের আবেগ রে ভাই ! সামান্য বিষয় নিয়ে লাফালাফি করব আর আসল বিষয়ে চুপ মেরে মজা দেখব!
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
মুহীদ বলেছেন: আজব এক মেরুদন্ডহীন প্রজন্ম হইলাম আমরা ভাই
৪| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: ঠিক বলেছেন
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫
মুহীদ বলেছেন: বাঙালি সর্বদা ঠিক বলে, কিন্তু কিছুই সহজে ঠিক ভাবে করতে পারে না!!
৫| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
পথে-ঘাটে বলেছেন: জুনায়েদটা কে?
২১ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৭
মুহীদ বলেছেন: ঢাকা শহরের কোন চিপার ছেঁড়রা মাস্তান
৬| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
কালনী নদী বলেছেন: একা করে রেখেছে আমাদের, সবাইকে এক হতে হবে। একই প্লাটফর্মে। এই অন্যায় আর সহ্য করা যায় না।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭
মুহীদ বলেছেন: আরেক টা যুদ্ধ চাই। মুক্তির যুদ্ধ।
৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
নিরল হৃদয় বলেছেন: আমরা গোড়াগোড়ি থেকেই একটু বেশিই হুজুগে তাইতো বাঁশ খাইলেও হাসি, হাঁস খাইলেও হাসি। এ নিয়ে আবার বড়াই করে বলি আমরা বাংলাদেশ ভালোবাসি।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪১
মুহীদ বলেছেন:
৮| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
ধুঁপছায়া বলেছেন: হুম,জুনায়েদ এর কথা আর নাই বা বলি!!!!!!এই কয়েকদিনে এই ফাউল রে নিয়ে এত মাতামাতি,সবজায়গায় জুনায়েদ আর সাদিয়া....ফেড আপ
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪২
মুহীদ বলেছেন: নুরুল্লার কথা বলবেন না?
৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫
আমিই মিসির আলী বলেছেন: ঠিকই কইছেন!!!
প্রতিবাদের ঠেলায় কিবোর্ড পাইঠ্যা যায়! তাও কোন ফল আসে না।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
মুহীদ বলেছেন: বিল বোর্ড ফাটাইয়া ফাল্লা ফাল্লা কইরা ফালাই
১০| ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০৭
সোহানী বলেছেন: ৮০০ কোটি টাকা না ৮০০ কোটি ডলার.... ৮০ দিয়া গুন করেন....
.............সবই উন্নয়নের জোয়ার..............
১১| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১
মোঃ রেজাউর রহমান বলেছেন: প্রতিবাদ করতে হবে, করে যাব ।
১২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
মহামানব রেহান বলেছেন: কিছু কমু না ,কইলেই দেশদ্রোহীতার মামলা খাওনের রিস্ক আছে ।কিংবা গুম হইয়া যাইতে পারি । :-|
১৩| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮
মাঘের নীল আকাশ বলেছেন: " এইরকম আর কতজন তরুণ ক্রিকেটার ভাই-বেরাদারদের নিষিদ্ধ হওনের অপেক্ষায় আছে, কে জানে।
দেশপ্রেম এখন জমা হইছে ক্রিকেট খেলায়। ..."
সহমত!
১৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০
দুষ্ট পন্ডিত বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সহমত। ক্রিকেট ভাত দিব আমগোরে,,,