![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধভাবে নয় বরং যুক্তিতে বিশ্বস্ত
তিস্তা রক্ষা সংগ্রাম কমিটি সহ যথন বিভিন্ন দল তিস্তা নিয়ে আন্দোলন করছে, তিস্তা বাঁচাতে রাজপথে নেমেছে ঠিক তখনি সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন মহল এটাকে নিয়ে বিরোধীতা করছে। তারা স্পষ্টই জানিয়ে দিচ্ছে তিস্তার পানির দরকার নেই!!! যা সত্যিই বড়ই অবাককর ও হাস্যকর, পাগলাটে।
গতপরশুদিন এই রকম সংবাদও সংবাদপত্রে এসেছিলো। তাই এনিয়ে তিস্তার রক্ষা সংগ্রাম কমিটির প্রেস বিজ্ঞপ্তি -
কোনটে বাহে জাগো সবায়.............
প্রতিহত কর ষড়যন্ত্র ...................
হাতীবান্ধায় হঠাৎ গজিয়ে ওঠা একটি সংগঠন ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার অসৎ উদ্দেস্যে সংবাদ সম্মেলনে দু'চারটা অদুরদৃস্টি সংকির্ন যুক্তি দ্বার করিয়ে , তিস্তা নদীতে পানির দরকার নাই , পানি চুক্তি চাই না ,বলে আঞ্চলিক ও জাতীয় স্বার্থ বিরোধী বক্তব্য যা তিস্তাপাড়ের প্রতিনিধিত্ব করে না এবং আমরা মর্মাহত ও লজ্জিত । আমরা এহেন অশুভ তৎপরতা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই । সেই সাথে এহেন হীন অপতৎপরতা তিস্তাপাড়ে লড়াকু জনগন প্রতিহত করবে দৃঢ়তার সাথে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২
মোজাম্মেল97 বলেছেন: এটা কোন ধরনের ছাগলামী বলে আখ্যায়িত করবো বুঝতে পারছি না।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯
blogbug বলেছেন: আপনার শিরোনামের সাথে আপনার পোস্ট এর মিল কই?এখানে তিস্তা চুক্তির সাথে আওয়ামিলীগের বিরোধিতা কই?
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫
মোজাম্মেল97 বলেছেন: ধন্যবাদ ধৈর্য্য ধরে পড়ার জন্য। তবে আপনি মনে হয় লিংক গুলো পড়েন নি। আমার লেখায় লিংক দেওয়া আছে। তবুও কমেন্টে দিচ্ছি-
Click This Link
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
blogbug বলেছেন: হুম পড়লাম।এই বক্তব্য যেমন তিস্তাপারের জনগণের প্রতিনিধিত্ব করে না তেমনি এই গোসঠীও আওয়ামিলীগের প্রতিনিধিত্ব করে না।আপনি তিস্তা নিয়ে সরকারের কর্মকান্ডের দিকে তাকালে দেখতে পাবেন সরকার একদম ১০০%আন্তরিক না হলেও তিস্তা চুক্তি চায়।তাই বলে এটাকে আওয়ামিলীগের তিস্তাবিরধিতা বললে তা সত্য বলা হয় না।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মোজাম্মেল97 বলেছেন: সরকারের আন্তরিকতাটা একটু সন্দেহজনক। তবে আমি শুধু আওয়ামীলীগকে দোষারোপ করছি না। কোন সরকারই ততটা আন্তরিক বা বিষয়টা নিয়ে গুরুত্ব দেয়নি, যতটা পাওয়া উচিত। কয়েকদিন আগে এনিয়ে একটা লেখা পোষ্ট করেছিলাম। সময় থাকলে পড়ে দেখতে পারেন।
Click This Link
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনায় শর্ট খাইয়া গেছে!!!!তো তাই
৫ বছরের কর্মফল আগেই বুইঝা জোর কইরা ক্ষমতায় রইছে অনির্বাচিত ভাবে!!
এভাবে আর কত দিন!!!!!!!!!!!!!!!!!!!!
এরপর বাংলা সিনেমার ডায়ালগ- পালাবি কোথায়?????
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
মোজাম্মেল97 বলেছেন: ইলিশ মাছ আর জামদানি শাড়ী দিয়ে তিস্তায় পানি আসবে না। সরকার স্বিকার করুক আর নাই করুক নতজানু পররাষ্ট্রনীতিই এর জন্য দায়ী। যার কারণে গঙ্গা চুক্তি এখনো খাতা কলমেই রয়ে গেছে। বাস্তবে এটা দূরবীন দিয়ে দেখতে হয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?