নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

আমরা ভুলে গেছি ১০ বিহারি খুনের কথা

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৫

আমি চূড়ান্ত রূপেই হতভম্ব যে দশ বিহারীর হত্যাকে বাঙ্গালি ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। এতে সরকার, বিরোধীদল, মানবাধিকার সংগঠনগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হঠাৎ করেই নারায়নগঞ্জের ৭ খুনের মাঝে হাজির হয় অবাঞ্ছিত ১০ খুন। আমরা মনে করি ওরা বিহারি মানুষ নয়। আসলেও ওদের জীবন যাপন অমানবিক। ওরাই পৃথিবীর সবচেয়ে নির্যাতিত মানুষ। ওরা ৪৭-এ ভারত ছেড়ে বাংলাদেশে এসেছিল ধর্মীয় নির্যাতন থেকে বাঁচার আশায়। সে আশায় গুড়ে বালি। ওরা বুঝতে পেরিছিল বাঙ্গালিরা তাদের মনে নিবে না, সেজন্য ৭১- এর পরে ফিরে যেতে চেয়েছিল পাকিস্তানে। সেটাও পারেনি, কারণ পাকিস্তান তাদের নিবে কেন? এদেশে ওরা থেকে যেতে বাধ্য হয়েছে খুন হওয়ার জন্য, নির্যাতিত হওয়ার জন্য। ওদের জন্য কবিতা-

এই আষাঢ়ে আকাশের চোখ গলে ঝরছে রক্ত

পথঘাট থকথকে পুড়ে যাওয়া শরীরের পুঁজ ভরা ঘা

সাত খুনের রেশের ভিতর দশ খুন মানুষের বেঁচে থাকা শক্ত

বর্ষার ফুলগুলো দাবদাহে ঝলসানো, রক্ত চক্ষু করছে খা-খা।

ক্ষমতাসীন নেতারা খেয়ে দেয়ে ভাল থাকে, রোজগার অতিকায়

সাধারণ বিহারী পুলিশের গুতা খা, ক্যাডারদের গুলি খায়

নেতারা বললে, আজকাল রাত হয় দিন আর দিন হয় রাত

এটি এমন দেশ যেখানে বিহারীদের জুটেনা মানুষ হওয়ার বরাত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১২

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ভাই এইদেশে বিহারীরা থার্ডক্লাস মর্যাদা পায়। ওদের খুন করলে কোন বিচার হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.