নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

পরিমল, এতো পরিমল

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

বহু শিক্ষকের ভিতরেই পরিমল বাস করে। আমার এক শিক্ষক ছিলেন ৫০ বয়স হবে, তার মাঝে প্রথম পরিমলকে দেখি। সুন্দরী ছাত্রী দেখলেই তার চোখ চকচক করতো। গোটা তিনেক অভিযোগ হলে, আন্দোলনের মাঝে তাকে বিদায় নিতে হয়। এই আন্দোলনকারীদের একজনকে পরবর্তীকালে পরিমল হয়ে উঠতে দেখি। ওনি আমার কাছে এসে অনুরোধ করলেন, তার এক ছাত্রীর সাথে ভূয়া বিয়ে করিয়ে দিতে। ধমক দিয়ে বিতারিত করলে, সে শত্রু হয়ে উঠে। আরো কয়েক ছাত্রীর সাথে প্রতারনা করলে বহিষ্কার হন। এক স্কুলেই বেশ কয়েক জন এ কাজ করলেও কেউ শিক্ষা নেয়নি। সম্প্রতিও দেখলাম এক শিক্ষক আবারও একই কাজ করলেন। তবু আশা এক পরিমলের শাস্তি অন্য পরিমলদের শিক্ষা দিবে। একজন শিক্ষকের কাছে যদি তার ছাত্রী নিরাপদ না থাকে, তবে সে কার কাছে নিরাপদ থাকবে?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মানুষ এখন শিক্ষক কেন হয় জানেন ? উত্তর হচ্ছে অন্য কোন উপায় না পেয়ে । কোন কিছু করার যোগ্যতা নাই তাই বাধ্য হয়ে এটাকে পেশা হিসাবে নেয় । এই সুযোগটা পশুরাও নেয় , কিন্তু পশু আর মানুষের মধ্যে পাথক্য হচ্ছে -----মানুষেরা এই পেশায় আসার পর পিতার আসন গ্রহন করে আর পশুরা পরিমল হয়ে যায় ............তুই একটা পরিমল এখন গালি ......।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

মুজিব রহমান বলেছেন: ঠিকই বলেছেন। মিরজাফরের মতো পরিমলও টিকে গেল ঘৃণিত মানুষ হিসাবে। সব পরিমলকেই শিক্ষা নেয়া উচিৎ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

রাশেদ মহাচিন্তিত বলেছেন: আমি নিজেও এক পরিমল কে দেখেছি। কি আর বলব। তবে যে শাস্তি টা এক পরিমল কে দেয়া হল, টা অনেক পরিমলের জন্য শিক্ষা হবে হয়তো।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

নতুন বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মানুষ এখন শিক্ষক কেন হয় জানেন ? উত্তর হচ্ছে অন্য কোন উপায় না পেয়ে । কোন কিছু করার যোগ্যতা নাই তাই বাধ্য হয়ে এটাকে পেশা হিসাবে নেয় ।

সহমত ভাই...

এখন ভালছাত্ররা শিক্ষক হবার জন্য স্বপ্নদেখে না।

আর স্কুল/কলেজেও ভাল মানুষ হবার জন্য শিক্ষা দেওয়া হয়না। এখানে অনেক কিছুই শেখানো হয় যেটা তার বাকি জীবনে খুব একটা কাজে লাগেনা।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

আরণ্যক রাখাল বলেছেন: সহমত সাখাওয়াতের সাথে| পরিমল অনেক আছে| কেউ কেউ আবার সুযোগের অভাবে চরিত্রবান!

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: আমার চোখে দেখা একজন পরিমল দেখেছি, তবে ছাত্রীর কোন অভিযোগ ছিল না, তাই পরিমলের কাজ চালিয়ে যেতে কোন বাধা নেই।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

মুজিব রহমান বলেছেন: অপরিনত বয়সের ছাত্রীদের বিভ্রান্ত করাও অপরাধ। পরিমলদের বহুমাত্রিক অপরাধ করতে হয়।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

মা গো ভাত দাও বলেছেন: এ জন্য ই আমাদের সমাজে পর্দা ব্যবস্থার প্রচলন করতে হবে। মেয়েদের পড়াবে মেয়েরা আর ছেলেদের পড়াবে ছেলেরা তাহলে আর পরিমল তৈরী হবে না। ধন্যবাদ।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//একজন শিক্ষকের কাছে যদি তার ছাত্রী নিরাপদ না থাকে, তবে সে কার কাছে নিরাপদ থাকবে?//


-বড় প্রশ্ন!

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

মঞ্জু রানী সরকার বলেছেন: কতজন শিক্ষক মারার ছল করে পিঠ চাপড়ে খামছে ধরেছে। ফেল করিয়ে দেবে এই ভয়ে মুখ ফসকেও কাউকে বলিনি।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

মঞ্জু রানী সরকার বলেছেন: আমাদের সমাজে ডি ড়েওডের ছেলেমেয়েরা শিক্ষকদতায় যায়। বিশেষ করে প্রাথমিক শিক্ষা

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

মুজিব রহমান বলেছেন: বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও অনেকে প্রাথমিক শিক্ষক হন। যাদের মানবিক শিক্ষা রয়েছে তারা পরিমল হতে পারে না।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ যেন পরিমল না হয়ে উঠে সেজন্য একই সাথে পর্দা ও কঠিন শাস্তির বিধান থাকা উচিত।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

মুজিব রহমান বলেছেন: পর্দা পরিমলদের ঠেকিয়ে রাখবে না। শিক্ষা যদি মানবিকতার বিকাশ ঘটায়, মানুষকে সামাজিক হতে শেখায় তাহলেই পরিমলরা থাকবে না।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নষ্ট রাজনীতি দেশটাকে ডুবালো। মানুষ আর স্বাভাবিক থাকছে না।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ, ঠিকই বলেছেন- নষ্ট রাজনীতি মানুষকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.