নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

ভাবাদর্শ কি বদলাতে পারছি?

১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

জন্মের পরপরই আমাদের পরিবার আমাদের মধ্যের একটা ভাবাদর্শ তৈরি করে দেয়৷ পরিবারের বিশ্বাসগুলো আমাদের মধ্যে ঢুকে যায়৷ পরিবার যাদের ভালবাসে আমরা তাদের ভালবাসতে শিখি৷ পরিবার যাদের ঘৃণা করে আমরা তাদের ঘৃণা করতে শিখি৷ এটা ধর্ম, রাজনীতি, প্রতিবেশি সবক্ষেত্রেই সত্যি হয়ে উঠে৷ সমাজও একই ভাবাদর্শের হলে আমাদের মনোভাব আরো পোক্ত হয়৷

শিক্ষার্জন করতে গিয়ে দেখি রাষ্ট্র সরকারের ইচ্ছায় আরেকটি ভাবাদর্শ গড়ে তুলতে চায়৷ পরিবার ও সমাজ থেকে প্রাপ্ত তথ্যের সাথে অনেকটাই মিলে যায়৷ যেমন ধর্মীয় বিশ্বাস, প্রচলিত প্রথা ইত্যাদি৷ সরকার প্রশাসন, মিডিয়া ও শিক্ষকদের দিয়ে তাদের নীতি আদর্শের পক্ষে ভাবাদর্শ গড়ে তুলার চেষ্টা করে৷ চাকরি করতে গিয়ে আমরা একই বৃত্ত দেখি৷ আমরা নিজেরাই এবার লিপ্ত হই পুরাতন ভাবাদর্শ টিকিয়ে রাখতে৷ পুনরুৎপাদন ঘটতে থাকে৷

তাহলে কি ভাবাদর্শ পরিবর্তনের কোন পথ নেই?
আছে!
শিক্ষা কিছু বেসিক পরিবর্তন ঘটিয়ে দেয়৷
১) মানবিক করে
২) সামাজিক করে এবং
৩) মেধার বিকাশ ঘটায়৷
মানবিক ও সামাজিক একজন মানুষের যখন মেধার বিকাশ ঘটে তখন সে তার এতোদিনের গঠিত ভাবাদর্শের মধ্যে ফাঁকগুলো দেখতে পায়৷ সে প্রশ্ন করতে থাকে৷ উত্তরগুলো খুঁজে পায় নিজের কাছেও৷ সে প্রথা ভাঙ্গতে থাকে৷

তাহলে অধিকাংশ মানুষ প্রায় একই মানসিকতার থাকে কেন?
কারণ মানহীন শিক্ষা৷ আমাদের কজন মানুষকে পড়াশোনা করে পাশ করতে দেখি? আপনার প্রাথমিক স্কুলটির খোঁজ নিন৷ প্রশ্ন করি, কেন একজনও ফেল করে না? শৈশবেই যাদের মধ্যে অনৈতিকতা ঢুকিয়ে দেই তারা চুরি করার ভাবাদর্শ আর বদলাতে পারেন না৷ যাদের মেধা কম বিকশিত হয়েছে তারাও কুসংস্কারাচ্ছন্ন নষ্ট ভাবাদর্শ অতিক্রম করতে পারে না৷ তাই প্রতি বছরই বদলায় অল্প কিছু মানুষ৷ তারাই আশার বাতি জ্বালিয়ে রাখে৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, পরিবারের বাহিরে জন্ম নিলে, মানুষ কিছুটা কম বায়াসড হবে, কি বলেন?

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৩

মুজিব রহমান বলেছেন: মন্তব্যটা বেশি তীর্যক!
মতাদর্শ কিভাবে তৈরি হয় এবং তা উত্তীর্ণের পথ নিয়ে আমার ব্যক্তিগত ভাবনার প্রকাশ। এখানে পরিবারের বাইরে জন্মানোর বিষয় কি করে আসে। ধন্যবাদ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সততার কোন বিকল্প নেই ।
সৎ হতে হবে।
মানবদরদী হতে হবে।
বিবেকবান হতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ!
এখনতো সৎ, মানবদরদী, বিবেকবান মানুষের মরণদশা। তাদের নিজের বাঁচতে হলে প্রয়োজনীয় প্রতিবাদটুকুই করতে হবে। নিজের অধিকার আদায় করার জন্য সাহসী হতে হবে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: কোনো শূন্যস্থানই শূন্য থাকে না। ধুলো বালি দিয়ে হলেও পূর্ণ হয়ে যায়। এমনকি বাতাস দিয়ে হলেও।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

মুজিব রহমান বলেছেন: মহাবিশ্বের বহুস্থানেই শূন্যতা রয়েছে আবার ব্লাকহোলও রয়েছে যা সর্বগ্রাসী।
শুধু মানবিকতা, সামাজিকা শিখলেই আর মেধার বিকাশ ঘটলেই এই পুঁজিবাদের সর্বাগ্রাসী পৃথিবীতে টিকে থাকা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.