নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

সিরাজ সিকদার

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭

কোথায় আজ সিরাজ সিকদার?
না, মরেও তার নিস্তার নেই
জ্বালাময়ী কবিতা টগবগে ফুটছিল
না কোথাও তার বিস্তার নেই

ফেরেস্তাদের ডানায় ঘুরছিলেন তিনি
রাত্রির তমসাকে করলেন ফুলদানি
একটি কাল মৌমাছি বুলেট হয়ে
ঢুকে গেল বুকে, নির্বাক চোখখানি

রাত্রির নিস্তব্ধতা তখন নৃশংস
টুক করে খসে যায় মহাকালের পাতা
অসম্পূর্ণ রয়ে গেল কতো নিকাশ
কতো আর বন্ধ থাকবে হিসাবের হালখাতা?

(সিরাজ সিকদার: জন্ম ২৭ অক্টোবর ১৯৪৪, মৃত্যু ২ জানুয়ারি ১৯৭৫)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিষিদ্ধ পংক্তি শৃঙ্খলিত
লোহার বেড়া জালে

২| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালের বীর
স্বৈরাচারের বিরুদ্ধে এক অনন্য কাব্য
সিরাজ শিকদার!

কাব্যে ভাল লাগা

+++

৩| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:০৪

সাইন বোর্ড বলেছেন: এরকম হত্যা কান্ড থেমে নেই, এখনো চলছে...

৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


শিকদার জন্মগতভাবে জল্লাদ ছিলো; অনেক কৃষককে বউয়ের সামনে হত্যা করেছে; কৃষকের বউয়েরা ভিক্ষা করেছে পরে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: সিরাজ সিকদার সম্পর্কে আমি কিছুই জানি না।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

নীল আকাশ বলেছেন: সিরাজ শিকদার তো স্বাধীন দেশের সবচেয়ে বড় রাজাকার ছিলেন!!! :P
উনাকে মেরে না ফেললে দেশের স্বাধিনতা টিকিয়ে রাখা যেত না। :P
উনাকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলের পর কে জানি ঘোষনা করেছিলঃ
- কোথায় তোদের সিরাজ শিকদার?
ইতিহাস আজকাল বড্ড বেশি ভোল পাল্টে ফেলছে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

জগতারন বলেছেন:
সিরাজ সিকদার একজন দুষ্কৃতিকারি।
বাংলাদেশ স্বাধীন হবার পর পর মা'য়ের কোলে ফিরিয়া আসা হাজার হজার মুক্তিযোদ্ধারা সিরাজ সিকদারের সর্বহারা বাহিনীদের হাতে কতল হইয়াছিল।
সিরাজ সিকদারের বাহিনীর নাম ছিল ''সর্বহারা বাহিনী'' আর মেজর জলিলের বাহিনীর নাম ছিল 'জাসদ'' বাহিনী। সকলের হাতে মুক্তি যুদ্ধকালিন অবৈধ সমর অস্র। এ মারে ওকে। সে এক করুন অবর্ননীয় অবস্থা দেশে।
একেতো সদ্য স্বাধীন দেশে অগনিত সমস্যা তার উপরে শুন্য রাজকোষ বংবন্ধু দিসাহারা সবকিছু সামাল দিতে। বাধ্য হয়ে "রক্ষীবাহিনী" সৃষ্টি করিলেন। ঐ সমস্ত আনাড়ী শয়তানদের সোজা করিতে।
পরে রক্ষীবাহিনী 'জাসদ' আর 'সর্বহারা'-দের এমন ধোলাই দেওয়া হইলো যে বাপের নামই ভুলাইয়া দিলেন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

জগতারন বলেছেন:
সিরাজ সিকদার একজন দুষ্কৃতিকারি।
বাংলাদেশ স্বাধীন হবার পর পর মা'য়ের কোলে ফিরিয়া আসা হাজার হজার মুক্তিযোদ্ধারা সিরাজ সিকদারের সর্বহারা বাহিনীদের হাতে কতল হইয়াছিল।
সিরাজ সিকদারের বাহিনীর নাম ছিল ''সর্বহারা বাহিনী'' আর মেজর জলিলের বাহিনীর নাম ছিল 'জাসদ'' বাহিনী। সকলের হাতে মুক্তি যুদ্ধকালিন অবৈধ সমর অস্র। এ মারে ওকে। সে এক করুন অবর্ননীয় অবস্থা দেশে।
একেতো সদ্য স্বাধীন দেশে অগনিত সমস্যা তার উপরে শুন্য রাজকোষ বংবন্ধু দিসাহারা সবকিছু সামাল দিতে। বাধ্য হয়ে "রক্ষীবাহিনী" সৃষ্টি করিলেন। ঐ সমস্ত আনাড়ী শয়তানদের সোজা করিতে।
পরে রক্ষীবাহিনী 'জাসদ' আর 'সর্বহারা'-দের এমন ধোলাই দেওয়া হইলো যে বাপের নামই ভুলাইয়া দিলেন।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

মুজিব রহমান বলেছেন: তারপর . . কি হল?

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: Click This Link

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩২

নার্গিস জামান বলেছেন: বুলেট একটি ছিলো না, ছয়টি ছিলো
সুন্দর :)

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১০

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
একটি কালো মাছি মানে উপমা। একঝাঁক কালো মাছি কি ভাল হতো? কিংবা ছয়টি মাছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.