নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

গ্রীক দার্শনিকগণ কেন আকর্ষণীয়?

০৮ ই মে, ২০২০ রাত ৮:৩৯

গ্রীক দর্শনের আওতায় ছিল সবকিছু৷ তারা জীববিজ্ঞান, গণিতকেও দর্শনের আওতায় বিবেচনা করতেন৷ তারা প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছিলেন ইসলামিক স্বর্ণযুগের দার্শনিকদেরও৷ একেকজন দার্শনিক একই সাথে বিজ্ঞানী, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, সংগীতজ্ঞ, কবি, চিকিৎসক, ধর্মজ্ঞ আরো অনেককিছু৷ অনেকেই সত্যিকারের সব্যসাচী বা বহুমাত্রিক! তাদের রয়েছে ভূবনবিখ্যাত দার্শনিক উক্তি! আবার তখন এথেন্স ছিল জ্ঞানার্জনের কেন্দ্র৷ পৃথিবীর সবচেয়ে সুগভীর জ্ঞান চর্চাও তারাই করতেন৷
থেলিস জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, বিজ্ঞানী, দার্শনিক৷ তিনি বলেছিলেন, 'অতিরিক্ত কোন কিছুই ভাল না৷' আজকের দৃষ্টিতে ভুলভালও বলেছেন৷ যেমন- ১) সবকিছুই ঈশ্বরে পরিপূর্ণ৷ ২) সকল জিনিষই পানি থেকে উদ্ভূত! তখন এসবও ছিল গুরুত্বপূর্ণ দার্শনিক উক্তি৷ তাঁর শিষ্য কে? পিথাগোরাস! আমরা এখনো পিথাগোরাসের উপপাদ্য পড়ি৷ তিনি বলতেন, 'এক গুরুর কাছে জ্ঞান সম্পূর্ণ হয় না৷ জ্ঞান চর্চার ভীষণ প্রতিযোগিতা৷ এ সময় আরেক গণিতবিদ ইউক্লিড!
সক্রেটিসের কথা বলিনি! তিনি বলেছেন, 'নিজেকে জানো৷ সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি তখনই শুরু হবে যখন আপনি জানবেন যে, আপনি কিছুই জানেন না৷ জ্ঞানই শক্তি৷' এমন অবিস্মরণীয় কথা যিনি বলেন তাঁকে অসাধারণ মেধাবীই বলতে হবে৷ তাঁর শিষ্য প্লেটো! তাঁর লেখা এখনো পড়তে হয়৷ তিনিই প্রথম সাম্যবাদের ধারণা দেন৷ প্লেটোর শিষ্য এরিস্টটল! প্রাণি বিজ্ঞানের জনক৷ দিগবিজয়ী আলেকজান্ডারের শিক্ষক৷ তাঁর বিরুদ্ধেও আনা হয়েছিল ধর্মীয় বিশ্বাসহানীতার অভিযোগ৷ সক্রেটিসের মতো মরতে হয়নি৷
তাঁদের প্রতি আকর্ষণ শুধু দর্শনের কারণেই নয়৷ তারা ওই সময়ের পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ৷ গত কয়েক শতকে ইউরোপেও সবচেয়ে মেধাবীরা দর্শন চর্চা করেছেন এমনকি স্বর্ণযুগের মুসলিম দার্শনিকগণও ছিলেন সময়ের সবচেয়ে মেধাবী মানুষ৷ এখন পৃথিবীর সেরা মস্তিষ্কের মানুষগুলো দর্শন চর্চা করে না৷ গ্রীক দার্শনিকদের জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ তাদের আকর্ষণীয় ব্যক্তিত্বও৷ সক্রেটিস যদি আত্মসমর্পন করতেন তাহলেও এতোটা জনপ্রিয় থাকতেন না৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ইসলামিক স্বর্ণযুগের দার্শনিকদের নাম বলুন।

১৫ ই মে, ২০২০ সকাল ৯:২৭

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। আজ এ নিয়ে একটি পোস্ট দিয়েছি।

২| ০৮ ই মে, ২০২০ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: দার্শনিক রা সাধারন মানুষের মতোই। তাদেরও ক্ষুধা পায়, সেক্স করতে ইচ্ছা করে।

৩| ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: তখন বিজ্ঞান দুর্বল ছিল তাই দার্শনিকদের দাপট বেশী ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.