![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
১
যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে
অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে
শুনেছি কিন্নরকণ্ঠ দেবদারু গাছে,
দেখেছি অমৃতসূর্য আছে।
২
ভিতর মহলে চুপ, জ্বলন্ত রঙীন চুপ,
আদিম মাছের টবে। হয় লোপ
গতির তাণ্ডবে গতি। মেঘ, বাষ্প, নদীর সঞ্চার
প্রচণ্ড পর্যায়-কালে বাঁধা। ঢেউ ওঠে নিরন্তর।
৩
দেখেছি ক্ষীণাঙ্গ চাঁদ মন্দগতি কালের সৈকতে
চেয়ে আছে আশাপথ কার,
সুপ্ত কোন লগ্নভ্রষ্ট অভিসারিকার।
সঙ্গে সঙ্গে মোহের জোয়ারে
ডুবে গেছে শিক্ষা-দীক্ষা, ভূগোল-বিজ্ঞান একেবারে;
ভেবেছি তুমিও বুঝি শয়নবিবাগী,
৪
বিধাতা, জানো না তুমি কী অপার পিপাসা আমার
অমৃতের তবে।
না-হয় ডুবে আছি কৃমিঘন পঙ্কের সাগরে,
গোপন অন্তর মম নিরন্তর সুধার তৃষ্ণায়
শুষ্ক হ‘য়ে আছে তবু।
৫
তবুও এ দুঃসাহস। বসন্তের সঞ্চিত সংগীত
যদি তুমি ছিঁড়ে দাও, ভেঙ্গে দাও জিয়ানো কুসুম,
স্রোতগ যাত্রার ছায়া ফেলে দাও, দূর্বাদল ঘুম
যদিই জ্বালিয়ে দাও দীপ্ত লঘু কৈলাসের শীতে,
তবুও এ দুঃসাহস, তবু আজ ক‘রে যাবো গান।
কবিতাগুলো পড়ে মনে হতে পারে একবিংশ শতাব্দির কোন উত্তর আধুনিক কবির কবিতা। তবে রচিয়াতারাও আধুনিক কবি- বাংলা ভাষার আধুনিক কবিতা রচিত হয়েছিল তাঁদের হাত ধরেই। ধারাবাহিকভাবে কবিতার পংক্তিগুলো জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দের। ত্রিশের প্রধান ৫ কবি যখন রবীন্দ্র ধারার রোম্যান্টিক কবিতাকে অতিক্রম করেন তার পরে অতিক্রান্ত হয়েছে আরো ৮০-৯০ বছর। তাদের ৮০-৯০ বছর আগের কবিতা ছিল মধ্যযুগের কবিতা। মনে হয় আমরা আধুনিক কবিতা একই ধারায় কবিতা লিখছি। তবুও ভাল লাগ যে, অসংখ্য আধুনিক কবিতা লেখা হচ্ছে। অবশ্য এই আধুনিক কালেও কেউ কেউ লিখছেন মধ্যযুগের কবিতা, কেউ লিখছেন কাজী নজরুলকে অনুকরণ করে। মধ্যযুগের কবিতা লিখে মাঝে মধ্যে দুএকজন একুশে পদক বা স্বাধীনতা পদকও ছিনিয়ে নিচ্ছেন। তবুও ভাল লাগে, যখন দেখি অসংখ্য আধুনিক কবিতা লেখা হচ্ছে। একটা বিষয় বুঝেছি, বস'বাদী না হয়ে আধুনিক কবিতা লেখা যায় না। ভিতরে আধুনিকতা না থাকলে কিভাবে বের হবে আধুনিক কবিতা?
২৮ শে মে, ২০২০ রাত ১০:৩২
মুজিব রহমান বলেছেন: কবিতাগুলো জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দের লেখা। ওই সময় তারা যেভাবে আধুনিক কবিতা লেখা শুরু করেছিলেন তারই নমুনা ওগুলো।
২| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ সুখময়
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০২০ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।