নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ১০০ জন লেখকের পড়া প্রিয় শতাধীক বই

১৮ ই জুন, ২০২০ সকাল ১০:২৭

(এক জীবনে কতো জীবন বেঁচে আছে!)

১. গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নিঃসঙ্গতার একশো বছর ও আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা
২. কবি কাহ্‌লিল জিবরান এর দ্য প্রফেট
৩. আলবেয়ার কাম্যুর দ্য আউটসাইডার ও দ্য প্লেগ
৪. হেরমান হেসের সিদ্ধার্থ
৫. ফিউদর মিখাইলভিচ দস্তয়ভস্কির ক্রাইম এন্ড পানিশম্যান্ট ও জুয়াড়ি

৬. কাউন্ট লিও নিকোলায়েভিচ তলস্তয়ের আন্না কারেনিনা
৭. ম্যাক্সিম গোর্কীর মা
৮. ড্যান ব্রাউনের দ্য দা ভিঞ্চি কোড
৯. উইলবার স্মিথের রিভারগড
১০. ইউভাল নোয়া হারারির স্যাপিয়েন্স মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস

১১. জস্টেইন গার্ডার/ইয়স্তাইন গোর্ডারের সোফির জগৎ
১২. বার্ট্রান্ড রাসেলের সুখ, কেন আমি ধর্ম বিশ্বাসী নই ও ‘বিবাহ ও নৈতিকতা’
১৩. এডওয়ার্ড ডব্লিউ সাঈদের নির্বাচিত রচনা
১৪. পার্ল এস বাকের দ্য গুড আর্থ
১৫. অ্যালেক্স হ্যালির দ্য রুটস

১৬. জ্যাক লন্ডনের হোয়াইট ফ্যাঙ
১৭. জঁ নিকোলা আর্তুর র‌্যাঁবোর কবিতা সমগ্র
১৮. রবার্ট লুইস স্টিভেনসনের ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড
১৯. চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ
২০. মার্ক টোয়েনের এডভেঞ্চার অব টম সয়্যার ও হাকলবেরি ফিন

২১. অরুন্ধুতি রায়ের গড অব স্মল থিংস
২২. সালমান রুশদির মিড নাইট চিলড্রেন
২৩. জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস
২৪. জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম
২৫. হারম্যান মেলভিলের মবি ডিক

২৬. ইএম ফরস্টারের এ প্যাসেজ টু ইন্ডিয়া
২৭. ওমর খৈয়ামের রুবাইয়াৎ
২৮. এরিখ সেগালের লাভ স্টোরি
২৯. ঝুম্পা লাহিড়ীর লো ল্যান্ড
৩০. আনা সোয়েলের ব্ল্যাক বিউটি

৩১. আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সমগ্র
৩২. মির্চা এলিয়াদের লা নুই বেঙ্গলী
৩৩. জওহরলাল নেহরুর এ লেটার টু ডটার ফ্রম ফাদার
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, সঞ্চয়িতা ও শেষের কবিতা
৩৫. কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা

৩৬. জীবনানন্দ দাশের বনলতা সেন ও রূপসী বাংলা
৩৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী ও আরণ্যক
৩৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা ও পদ্মা নদীর মাঝি
৩৯. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি
৪০. রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গা

৪১. দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের যে গল্পের শেষ নেই
৪২. হাসান আজিজুল হকের আগুনপাখি
৪৩. শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন
৪৪. সৈয়দ ওয়ালী উল্লাহর লালসালু
৪৫. হুমায়ুন আজাদের ফুলের গন্ধে ঘুম আসে না ও নারী

৪৬. বন্যা আহমেদের বিবর্তনের পথ ধরে
৪৭. মৈত্রেয়ী দেবীর ন হন্যতে
৪৮. যাযাবরের দৃষ্টিপাত
৪৯. জাকির তালুকদারের পিতৃগণ ও মুসলমান মঙ্গল
৫০. বিমল মিত্রের সাহেব বিবি গোলাম ও কড়ি দিয়ে কিনলাম

৫১. জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নবজাগরণ ও ওপারের ছেলেবেলা
৫২. সমরেশ মজুমদারের সাতকাহন, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিনী ও উত্তরাধীকার
৫৩. বুদ্ধদেব গুহর মাধুকরি
৫৪. সঞ্জিব চট্টোপাধ্যায়ের লোটাকম্বল
৫৫. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন, পার্থিব ও মানবজমিন

৫৬. মীর মশার্‌রফ হোসেনের বিষাদ-সিন্ধু
৫৭. আহমদ ছফার ওঙ্কার, গাভী বিত্তান্ত ও যদ্যপি আমার গুরু
৫৮. জসীম উদ্দীনের মন্ডলের জীবনের রেলগাড়ি
৫৯. জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি
৬০. আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা

৬১. তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম
৬২. আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র
৬৩. শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী
৬৪. বিনয় মজুমদারের ফিরে এসো চাকা
৬৫. শামসুর রাহমানের বন্দী শিবির থেকে

৬৬. আল মাহমুদের সোনালি কাবিন
৬৭. শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন' কেন যাবো
৬৮. সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্বপশ্চিম, ছবির দেশে কবিতার দেশে ও বন্দী জেগে আছো
৬৯. শহিদুল জহিরের সে রাতে পূর্ণিমা ছিল
৭০. হুমায়ূন আহমেদের নন্দিত নরকে ও শঙ্খ লীল কারাগার

৭১. জসীম উদদীনের রাখালী ও নকশি কাঁথার মাঠ
৭২. রফিক আজাদের চুনিয়া আমার আর্কেডিয়া
৭৩. নির্মলেন্দু গুণের প্রেমাংশুর রক্ত চাই ও আমার কণ্ঠস্বর
৭৪. সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা ও নুরুলদীনের সারাজীবন
৭৫. আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, ফুড কনফারেন্স ও আয়না

৭৬. শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের দত্তা ও শ্রীকান্ত
৭৭. জ্যোতি বসুর রাজনৈতিক আত্মজীবনী
৭৮. ইমদাদুল হক মিলনের নুরজাহান
৭৯. হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে
৮০. সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র

৮১. মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা
৮২. শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক
৮৩. আবুল বাশারের ফুল বউ ও কালো আগুন
৮৪. শওকত ওসমানের জননী ও কৃতদাসের হাসি
৮৫. নাসরিন জাহানের উড়ুক্কু

৮৬. সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা ও পোকামাকড়ের ঘরবসতি
৮৭. বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়ের কপাল কুন্ডুলা
৮৮. অভিজিৎ রায়ের বিশ্বাসের ভাইরাস
৮৯. আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত
৯০. সালমা বাণীর ‘বোবা সময় ও নীল উপাখ্যান’ ও গোলাপী মঞ্জিল

৯১. অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম
৯২. আব্দুল গাফফার চৌধুরীর ধীরে বহে বুড়িগঙ্গা
৯৩. প্রতিভা বসুর জীবনের জলছবি
৯৪. ব্যাস দেবের মহাভারত
৯৫. বাল্মিকী বা কৃত্তিবাস ওঝার রামায়ন

৯৬. হোমারের ওডেসি ও ইলিয়াড
৯৭. আহমদ শরীফের শ্রেষ্ঠ প্রবন্ধ
৯৮. সিরাজুল ইসলাম চৌধুরীর শ্রেষ্ঠ প্রবন্ধ ও সাহিত্যের নায়িকারা
৯৯. লালনের গান
১০০. হাসন রাজার গান

পড়ার জন্য খুঁজছি-
রিচার্ড ডকিন্সের গড ডিলুয়েশন (গত বইমেলাতেও প্রিন্ট কপি পাইনি), মাহবুবুল হকের জীবন আমার বোন ...

ছাইপাশ যা পড়েছি-
ফাল্গুনি হামিদ, রোমেনা আফাজ, মুহাম্মদ জাফর ইকবাল...

বি.দ্র.: মুখস্ত বিদ্যার কারণে কয়েকজন লেখকের নামের বানান ও বইর নামের ভুল হতে পারে। কেউ সংশোধনী দিলে কৃতজ্ঞ থাকবো। শেষ ৭টি কোন সিরিয়াল মোতাবেক করা হয়নি, ভুলে বাদ পড়ে যাওয়াতে সংযোজন করা হয়েছে। কয়েকজন লেখকের নাম ও বইয়ের নাম মনে করতে পারলাম না। জুলভার্নসহ বহু লেখকের নামও একশতের মধ্যে রাখতে পারলাম না কারণ বিদেশি বই ৩৩টি(এক তৃতীয়াংশ) রাখতে চেয়েছিলাম।

মন্তব্য ১৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ সকাল ১০:৪৮

রুরু বলেছেন: ৪০/৫০ টির মতন পড়া আছে। বাকি গুলো পড়তে হবে। ধন্যবাদ

১৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৭

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। ৪০/৫০টিও কম নয়। এখানে আমার প্রিয় বইগুলোর মধ্যে যা মনে পড়েছে তার নামগুলোই দিয়েছি।

২| ১৮ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বইয়ের আসল নামটা সাথে লেখক এর নাম টা ইংরেজিতে দিলে বুঝতে সুবিধা হয়।

৩| ১৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

কল্পদ্রুম বলেছেন: প্রিয়তে রাখছি।পরে সময় নিয়ে লিস্টা পড়বো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

৪| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১২:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: +

৫| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:২২

শেরজা তপন বলেছেন: বাপরে বেশ বড় লিস্ট- কিছু পড়া আছে, কিছু মনে হয় পড়া উচিৎ ছিল! আর মনে হয় হবে না
ভাল লাগল, ধন্যবাদ

৬| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৩১

রাকু হাসান বলেছেন:


বই ও লেখকের নামের মাঝখানে স্পেস দিলে ভালো হত । ধন্যবাদ শেয়ারে।

৭| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: কয়েক বছর আগে আমিও এরকম ১০০ টি বইয়ের তালিকা করেছিলাম। এই সামুতেই সেই পোষ্ট খুজলে পাওয়া যাবে।

১৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৪

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। তালিকা শেয়ার করলে ভাল বই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়।

৮| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:২৪

জুন বলেছেন: উইলবার স্মিথের অনেক বই পড়েছি তবে জিম্বাবুয়ের স্বাধীনতার উন্মেষ নিয়ে ব্যালেন্টাইন সাগা হিসেবে পরিচিত বই এর মাঝে "দ্যা এঞ্জেলস উইপ" বইটি বেশী ভালো লেগেছে। জ্যাক লন্ডনের সি উল্ফ পড়তে পারেন। অসাধারণ লাগে আমার কাছে।

১৮ ই জুন, ২০২০ রাত ৮:২৭

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। তাঁর এই সিরিজের সবকটি বইই পড়িছি। তবে প্রথম পড়ার কারণে েএবং বাস্তবিক রিভারগডই দুর্দান্ত বলে মনে হয়েছে। এক ভিন্ন ধরনের বই ছিল। সর্গসুখ এনে দিয়েছিল বইটি।

৯| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর বিষয়

১০| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:০৯

নেওয়াজ আলি বলেছেন: সুপার হিট।

১১| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশিরভাগই পড়া। বাকিগুলো লিস্টে গেল।

পোস্টের জন্য ধন্যবাদ :)

১২| ১৮ ই জুন, ২০২০ রাত ৮:০২

নূর আলম হিরণ বলেছেন: বাদ পড়া বই গুলো পড়া উচিৎ। ধর্য্য ইদানিং কমে যাচ্ছে।

১৩| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হিসেব করে দেখলাম ৬৯টা বই পড়া এবং আমার সংগ্রহে আছে।পেঙ্গুইন এবং বিবিসির নির্বাচিত বই দেখে দেখে পড়তাম।তারা বলতো এই বইগুলো পড়া দরকার।তাতে আমি কোরানের নাম কখনো দেখি নাই।তারপরও আমি ৬/৭ বার বাংলা কোরান পড়েছি।পড়ে হিতে বিপরীত হয়েছে।লালন,হাছন রাজার গান শুনেছি বই পড়িনি।

১৯ শে জুন, ২০২০ সকাল ১১:০৯

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। আপনি অগ্রসর চিন্তার মানুষ ওই বই পড়েই হয়েছেন।

আমিও বহুবার আরবিতে আর বাংলায় পড়েছি। বাংলায় পড়েই যা বুঝার বুঝে নিয়েছিলাম।

১৪| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: এই সময়েও কেহ বই পড়ে জানলে মনে অনেক খুশি আসে!
আনন্দে কাটুক আপনার জীবন।

১৯ শে জুন, ২০২০ সকাল ১১:১০

মুজিব রহমান বলেছেন: আমাদের গ্রামে এজন্য একটি পাঠাগারও করে নিয়েছি। স্থানীয় বেশ কয়েকজন তরুণও খুব আগ্রহী। আশার জায়গা শেষ হয়ে যায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.