নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

টিকা সফল- ব্রাজিল থেকে আসলো সুসংবাদ

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৪


ব্রাজিলে ৫ হাজার স্বেচ্ছাসেবীর দেহে সারা গিলবার্টের আবিষ্কৃত অক্সফোর্ডের টিকা প্রদান করা হয়েছিল তার সাফল্য পাওয়া গিয়েছে। বিশ্বের ৭ শ কোটি মানুষের জন্য এটি একটি সুসংবাদ। আমেরিকা সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফৌসি/ফাউচি বলেছেন যে টিকা দেওয়ার পরীক্ষার ইতিবাচক ফলাফল প্রকাশিত হয়েছে। স্বেচ্ছাসেবীদের রক্তের প্রবাহে নিরপেক্ষ অ্যান্টিবডিগুলো গড়ে উঠেছে। ইনজেকশনগুলি মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী কিনা তা খুঁজে বের করার জন্য, ৩০ হাজার ব্যক্তির ‍উপর পরীক্ষায় ফল ২৭ জুলাইয়ের মধ্যে যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
করোনাভাইরাসের হামলায় শনাক্ত ও মৃত্যু সংখ্যা বিচারে বিশ্বে দ্বিতীয় ব্রাজিল। সেখানে শনাক্ত ২০ লক্ষের বেশি আর মৃত্যু ৭৭ হাজারের বেশি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি টিকা দেওয়ার তৃতীয় পর্যায়ের জন্য বেছে নেয়া হয়েছিল ব্রাজিলকে। এই করোনাভাইরাসের ভ্যাকসিনটি ব্রাজিলের ৫ হাজার স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ করা শুরু হয় গত মাসের শেষ দিকে।
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই টিকা শুরু থেকেই আলোচিত। বিশ্ব মুখিয়ে এর কার্যকারিতা দেখতে। দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এই টিকার প্রয়োগ হবে বলে আগেই জানানো হয়। ব্রাজিলের দুটি বৃহত্তম নগরী সাও পাওলো, রিও ডি জেনেইরো তে পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু হয়েছিল। সেই টিকার সফলতার নিউজ ভারত, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন নিউজ চ্যানেল প্রকাশ করেছে।
বিবিসির খবর, টিকা তৈরির জন্য ইংল্যান্ড সরকার ও কয়েকটি দাতব্য সংস্থার অর্থ সাহায্যে ২০০৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয় জেনার ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানী ড. সারাহ গিলবার্টের নেতৃত্বেই তিন মাসের কম সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিনটি তৈরি করা হয়। গত ২৩ এপ্রিল অক্সফোর্ডের দু’জন স্বেচ্ছাসেবী বিজ্ঞানীর দেহে প্রথম করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এছাড়াও ইংল্যান্ডের ৪ হাজারের বেশি মানুষকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নথিভুক্ত করা হয়েছে।
বাংলাদেশে কথিত ভ্যাকসিন আবিষ্কারের দাবি কতটা সঠিক তার কোন নজিরই পাওয়া যায়নি। তারা প্রাথমিক ট্রায়ালও করেনি এমনকি কোন প্রাণিদেহের উপরও পরীক্ষা সম্পন্ন করেনি। ভারত, রাশিয়া বা আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ১২৫ টি প্রতিষ্ঠান টিকা আবিষ্কারের দাবি করলেও তারা এতো ব্যাপক হারে পরীক্ষা-নিরীক্ষা করেনি। মানব দেহে প্রয়োগ ছাড়া এর ত্রুটিসমূহ দূর করা অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-WHO অক্সফোর্ডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। তারা এই টিকা সারা বিশ্বে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দিতে পারবে। মূলত দরিদ্র দেশগুলোতেই তা দেয়া হবে। মার্কিন অস্ট্রাজেনকাও এই ওষুধ বিশ্বব্যাপী বাজারজাত করতে পারবে। বিশ্বের ৭৭টি দেশ ইতোমধ্যেই WHO এর সাথে চুক্তি করেছে। এমনকি জাপান ও সিংগাপুরের মতো ধনী দেশও তাদের জনগণের জন্য বিনামূল্যে এই টিকা দেয়ার জন্য চুক্তি করেছে। বাংলাদেশের মিডিয়াতে এখনো এই সাফল্যের সংবাদটি এবং চুক্তির কথাও পাইনি। ভারতের মিডিয়া থেকে যানা গেল তারাও চুক্তি করেনি। আশা করবো শিঘ্রই তা প্রকাশিত হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিকগণ এই সুফল সম্পূর্ণ বিনামূল্যেই ভোগ করবে।
তথ্যসূত্র: ইউরোনিউজ.কম Click This Link , কলকাতা২৪নিউজ.

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


সুখবর।
আমি কোথায়ও ব্রাজিলের ৫০০০ ভলনটিয়ারের উোর দেয়া টিকার রেজাল্ট দেখতে পাচ্ছি না। আপনি কোথায় দেখেছেন?

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৬

মুজিব রহমান বলেছেন: তথ্যসূত্র দিয়েছি।
সার্চ দেন- covid-19 vaccine success in brazil লিখে।

২| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪২

রাকু হাসান বলেছেন:


সকালের প্রথম সুখবর । ধন্যবাদ আপনাকে । ইদানীং লিখছেন । সব সময় মন্তব্য করা না হলেও পড়া হয়।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৭

মুজিব রহমান বলেছেন: এখানে আছি ১১ বছর। বারবার ব্যান করায় রাগ করেই আসিনি নিয়মিত। আপনাদের সাথে থেকে আপনাদের লেখা পড়তে চাই। মত বিনিময় করতে চাই।

৩| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: মুজিব রহমান,




সু সংবাদ। তবে বিনামূল্যে পাওয়া গেলেও আমরা জনগণ তা বিনামূল্যে পাবো কিনা সন্দেহ আছে । সব চলে যেতে পারে ব্যক্তি বিশেষদের খেদমতে।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৮

মুজিব রহমান বলেছেন: যখ কোটি কোটি ভ্যাকসিন আসবে তখন তা দিয়ে ধনীরা কি করবে? তারাতো রাখার জায়গাও পাবে না। প্রথম পর্বে ২শ কোটি ভ্যাকসিন বানানো হবে।

৪| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: মুজিব রহমান,



এই ২শ কোটি ভ্যাকসিন কি সব বাংলাদেশেই পাঠাবে ? তাহলে বাকী পৃথিবী করবে কি ?
ধরে নিচ্ছি ১ কোটি দেশে আসবে। আমাদের সব ভিআইপি, তাদের চামচা, সরকারী হোমড়া-চোমড়া এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের দিয়ে কতোটা আর বাকী থাকবে ? #:-S
তাই আমি বলেছি - "সব চলে যেতে পারে ব্যক্তি বিশেষদের খেদমতে।"

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৫

মুজিব রহমান বলেছেন: সারা পৃথিবীর জন্য। পোলিও টিকা সবাইকেই দেয়া হয়েছে এবং পোলিও বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে।

৫| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

ঢাবিয়ান বলেছেন: টিকা একটা কমেডিতে পরিনত হয়েছে এখন। যেদিন টিকার ফর্মুলা উন্মুক্ত হয়ে সব দেশের ফার্মাসিউটিকাল কোম্পানিগুলো উৎপাদন শুরু করবে সেদিনই বিশ্বাস করব।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৬

মুজিব রহমান বলেছেন: ফর্মুলা অনেকেই জানে। কিন্তু একেকটা অসুখের টিকা বিশুদ্ধ করতে বহু পরীক্ষা-নিরীক্ষাই করতে হয়।

৬| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

মুজিব রহমান বলেছেন: Click This Link

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৭

মুজিব রহমান বলেছেন: উক্ত লিংক থেকে ইউরোনিউজের আপডেট তথ্য পাবেন।

৭| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৩

আহমেদ জী এস বলেছেন: মুজিব রহমান,




সমস্যাটি ঠিক বুঝতে পারেন নি। পোলিও শিশু থেকে শুরু করে বুড়া-ধুড়াদের সবার হয় না। করোনা সব বয়সের মানুষকেই ধরে।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০১

মুজিব রহমান বলেছেন: সেটা ঠিকাছে।

টিকা প্রথমে সংক্রমিত রোগীদেরই দেয়া হবে। ফলে সমস্যা হবে না।

৮| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ব্রাজিল, রাশিউয়া বা ইথিওপ্রিয়া বুঝি না- আমি চাই টিকা।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৩

মুজিব রহমান বলেছেন: আমরা সবাই চাই। শেষ ধাপেও ইতিবাচক রেজাল্ট এসেছে। এখন ফলগুলো আরো ভালমতো যাচাই করেই অনুমোদন চাইবে। এবং প্রোডাক্টে যাবে। অবশ্য তারাই সিদ্ধান্ত নিবে ৪র্থ ধাপে তারা আরো পরীক্ষা করবে কি না?

৯| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫১

নেওয়াজ আলি বলেছেন: সুখবর দিলেন । তবে এখন পেপারে দেখলাম সোমবারে চুড়ান্ত রিপোর্ট দিবে অক্সফোর্ড ।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৪

মুজিব রহমান বলেছেন: ফাউচির বক্তব্য যেহেতু ছেপেছে কিছু পোর্টাল সেহেতু ইতিবাচক ফলই পাওয়া যাবে আশা করছি।

১০| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪২

আহলান বলেছেন: আল্লাহ সহায়!

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

মুজিব রহমান বলেছেন: জি কাজী মোঃ ইব্রাহিমই উসিলা!

১১| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



আহলান বলেছেন, " আল্লাহ সহায়! "

-আল্লা নাসাদের হাতে টিকা তুলে দিলো?

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

মুজিব রহমান বলেছেন: শুধু টিকাটাই দেখলেন।
বিজ্ঞান
অর্থনীতি
অস্ত্র
চিকিৎসা
ক্ষমতা
সবইতো ইহুদি-নাসারাদের জন্য দিয়ে দিয়েছেন।

১২| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পেপারে এসেছে? না আসলে কবে আসবে?

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৪

মুজিব রহমান বলেছেন: আন্তর্জাতিক পোর্টালের লিংক দেয়া আছে শুধু ক্লিক করে দেখে আসুন। ভারতের পত্রিকাতেও সংবাদটি েএসেছে। বাংলাদেমে কেন আসলো না জানা নেই।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৪

মুজিব রহমান বলেছেন: Click This Link

১৩| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৩

মুজিব রহমান বলেছেন: অবশেষে বাংলাদেশের পত্রিকায় রিপোর্ট আসলো-
https://www.prothomalo.com/international/article/1670164/https://www.prothomalo.com/international/article/1670164/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.