নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

আপেক্ষিক গতি

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪


আপনি একটি চেয়ারে স্থির হয়ে বসে আছেন। আপনার গতিবেগ কত? পৃথিবী প্রতি সেকেন্ডে ১৮ মাইল বেগে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবী চেয়ারে-বসা আপনাকে নিয়েই পরিভ্রমণ করছে। মহাশূন্য থেকে কেউ দেখবে আপনি পৃথিবীর সাথেই প্রতি সেকেন্ডে ১৮ মাইল বেগে ঘুরছেন। যখন আমি কোন চলন্ত বাসে বসে থাকি তখন আপনি দেখছেন আমি ঘন্টার ৫০ মাইল বেগে ছুটে চলছি অথচ আমি বসে আছি। আমার পাশে চলা আরেকটি ৫০ মাইল বেগে ছটে চলে বাসের যাত্রী দেখবে আমি স্থির রয়েছি সিটে এবং আমার বাসের গতিও নেই। আমার পাশের যাত্রীর কাছে আমি একদমই স্থির- কারণ আমরা দুজনেই ছুটে চলছি ঠিক একই বেগে। ভাবনাগুলো কঠিন নয় বলেই মনে করি। অথচ চিরায়ত বলবিদ্যার সূত্রগুলো আবিষ্কারের সময় এগুলো ভাবা হয়নি। এখন একুটু ভাবলেই মনে হয়- তাইতো! মহাবিশ্বের সকল গতিইতো আপেক্ষিক! কোন বস্তু কতটা সচল তা বোঝার জন্য আমরা স্থির বস্তুর সাপেক্ষে তুলনা করি। মহাবিশ্বে পরম স্থির বস্তু বলতে কিছু নেই। সবাই গতিশীল। সেজন্যই একটি গতিশীল বস্তুর সাপেক্ষেই আরেকটি বস্তুর গতি বুঝতে হয়।দুটি চলমান বা গতিশীল বস্তুর একটির সাপেক্ষে/তুলনায় অপরটির গতিকেই বলে আপেক্ষিক গতি। বস্তুত কোন গতিই পরম গতি নয় আবার কোন স্থিতিও পরম স্থিতি নয়। সার্বিক পারিপার্শ্বিকের তুলনায় স্থির কোন বস্তুর অবস্থাকে পরম স্থিতি বলে আবার পরম স্থির কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল বস্তুর গতিকে পরম গতি বলে। পরম স্থির কোন প্রসঙ্গ কাঠামো নেই বলেই কোন পরম স্থিতি বা পরম গতি নেই।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: আপনি কি বিজ্ঞানের ছাত্র?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

মুজিব রহমান বলেছেন: পদার্থবিদ্যার

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পোস্টটি খুব সংক্ষিপ্ত হয়ে গেছে। আরো বিস্তারিত লিখলে ভালো হতো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৮

মুজিব রহমান বলেছেন: বিজ্ঞান বিষয়ে অনেকগুলো পোস্ট দেয়ার পরে মনে হয়েছে- পোস্টগুলো যত ছোট হবে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। যারা জানে তাদের জন্য এ পোস্ট নয়।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৮

ঢাকার লোক বলেছেন: "অথচ চিরায়ত বলবিদ্যার সূত্রগুলো আবিষ্কারের সময় এগুলো ভাবা হয়নি। এখন একুটু ভাবলেই মনে হয়- তাইতো!" আপনার কি ধারনা বল/গতি সম্পর্কিত সূত্রগুলো, P=mf, S=ut+ft^2 ইত্যাদি ভুল?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯

মুজিব রহমান বলেছেন: ভুল নয়।
আপেক্ষিক গতিও ভুল নয়।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৮

ঢাকার লোক বলেছেন: "অথচ চিরায়ত বলবিদ্যার সূত্রগুলো আবিষ্কারের সময় এগুলো ভাবা হয়নি। এখন একুটু ভাবলেই মনে হয়- তাইতো!" আপনার কি ধারনা বল/গতি সম্পর্কিত সূত্রগুলো, P=mf, S=ut+ft^2 ইত্যাদি ভুল?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সহজভাবে বললেন বলে কিছুটা বোঝলাম, বিজ্ঞানকে সহজ করা হোক...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৩

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
সেই চেষ্টাই করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.