![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবেই চলে যাবে দিন-
এভাবেই বয়ে যাবে সময়ের নদী
রক্তকরবীর রঙ ফিকে হয়ে এলে
সাদা বক ফিরে পাবে আপন গহীন।
এভাবেই চলে যাবে দিন-
এভাবেই সাদা মেঘ দূরে সরে যাবে
সন্ধ্যার প্রজাপতি ঘরে ফিরে গেলে
আকাশের ধ্রুবতারা হবে আলোহীন।
এভাবেই কেটে যাবে দিন-
এভাবেই রয়ে যাবে মুখর সকাল
স্বপ্নের চোরাবালি তীর খুঁজে পেলে
হৃদয়ের অনুভূতি হবে অমলিন।
এভাবেই চলে যাবে দিন-
এভাবেই আশার বীজ মৃত্তিকা হবে
কালের ভেলায় চড়ে নিরুদ্দেশ হলে
ধূলোয় ঢেকে যাবে ফসলী জমিন।
এভাবেই ঝরে যাবে দিন-
এভাবেই সুর-বীণা নিশ্চুপ হবে
ঝর্ণার স্রোতধারা ক্ষীণ হয়ে এলে
ধূসর পান্ডুলিপি হয়ে যাবে লীন।
এভাবেই কেটে যাবে দিন-
এভাবেই সবকিছু স্মৃতি হয়ে যাবে
দূরের মায়াবী ডাক খাম হয়ে এলে
অর্থহীন পড়ে রবে সোনালী কাবিন।
©somewhere in net ltd.