![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশঃ আজ খুব বৃষ্টি হতে পারে।
মেঘঃ কিভাবে বুঝলে?
আকাশঃ কেন, তোমাকে দেখে। হা হা হা।
মেঘঃ বাহ্, আমাকে দেখে তাহলে আজকাল বলে দেয়া যায় বৃষ্টি হবে না ফকফকা রোদ হবে। অদ্ভুত তো!
আকাশঃ অনেকদিন ধরেইতো তোমাকে দেখছি। তাই...।
মেঘঃ ও, এখন আমাকে দেখলেই সব বুঝতে পার এই তো?
আকাশঃ না মানে- চলো আজ ফুচকা খাব। এমন মেঘমন্দ্রিত দিনে ফুচকা খেতে খুব ভালো লাগবে।
মেঘঃ মেঘলা দিনে আমার ফুচকা খেতে ভালো লাগে না। আমি আইসক্রিম খাবো।
আকাশঃ ইশ্ তোমার যা পছন্দ!
মেঘঃ হুম তাই। এখন চলো আইসক্রিম খেতে খেতে গল্প করা যাক।
আকাশঃ বাহ্ রে! আজ কি তবে সূর্য পশ্চিম দিকে উদিত হলো। তুমি করবে গল্প!
মেঘঃ মানে কী। আমি কি তাহলে সবসময় ঝগড়াই করি?
আকাশঃ ইয়ে মানে এই নাও তোমার আইসক্রিম। এতো ঠান্ডা খেতে পারবে তো?
মেঘঃ খুব পারবো। জান তো ঠান্ডাই আমার প্রিয়। মেঘ সবসময় ঠান্ডাই হয়।
আকাশঃ সেজন্যই তো এমনটা হয়। গরমে ঠান্ডায় যে মিল হয় না!
মেঘঃ মিল হয় না কে বলল। খুব হয়। এই যে দেখো তোমার অনেক পছন্দ আমারও পছন্দ। কীট্স তোমার প্রিয় কবি- আমারও। ভোরের শিশিরভেজা গোলাপ তোমার খুব প্রিয়- আমারও তাই।
আকাশঃ বাব্বা, আর কী কী পছন্দ তোমার শুনি।
মেঘঃ আর শুনতে হবে না। তোমার না আজ আমাকে কীটসের Letters of John Keats বইটা কিনে দেয়ার কথা।
আকাশঃ ওহো, ভুলেই তো গিয়েছিলাম। চলো নিউমার্কেটে যাই।
মেঘঃ উম্- তোমার মনে থাকবে কেন, চলো।
©somewhere in net ltd.