![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বৃষ্টির প্রতীক্ষায়
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কেটেছে নীরবে
বৃষ্টি কি জানে কেউ একজন তার জন্য
এভাবে আকাশপানে চেয়ে থাকে অণুক্ষণ?
হয়তো কোনদিন জানবেও না সে।
নদী কি কখনো জানে পাহাড়ের বুক চিরে
নেমে আসা প্রবল জলধারার উৎস কী;
যে জলধারা তাকে সমুদ্রের কাছে নিয়ে চলে
হয়তো কোনদিন জানবেও না সে।
না জানুক, তাতে কি প্রতীক্ষা থেমে যাবে?
ভ্রমর বসুক আর না বসুক, তাতে ফুলের কী;
সে তো নিরন্তর সৌরভ ছড়িয়েই যাবে।
তুমি না হয় না-ই জানলে তোমার জন্য
জ্যোৎস্নাপ্লাবিত রাতে এক জোড়া নির্ঘুম চোখ
অপলক চেয়ে থাকে নক্ষত্রভরা ক্যানভাসে।
তারাদের মাঝে বসে তুমি মিটি মিটি হাসো
হয়তো ব্যঙ্গ করো আমার পাগলামো দেখে
হয়তো কষ্টের অশ্রুতে ভরে উঠে দু'টি চোখ
তবুও তুমি চেয়ে থেকো ওভাবে দূরে থেকে
আমিও এভাবেই কাটিয়ে দেবো বাকিটা জীবন।
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭
মনজুর রায়হান বলেছেন: ধন্যবাদ ... ভালো লাগার জন্য। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
ফরিদ আহমাদ বলেছেন: কবিতার প্রতিটা শব্দ অসম্ভব ভালো লেগেছে।