![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরের জ্যাম নিয়ে নতুন করে লেখার আর কিছুই নাই। এটা নিয়ে লিখতে গিয়ে কত কলমের কালি যে শেষ হয়েছে তার ইয়ত্তা নাই। এ মুহুর্তে এক বিশ্রী জ্যামে আটকা পড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আজ কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করার কথা রয়েছে। এ কারণেই হয়তো আজকের এই জ্যামটা। প্রধানমন্ত্রী গেলে একটু আধটু জ্যাম হবেই। এইটুকু তো পাবলিককে সহ্য করতে হবে- নাকি?! হাজার হোক দেশের প্রধানমন্ত্রীতো!! ইতোমধ্যে অফিস এক ঘন্টা লেট। অফিসে পৌঁছুতে আরো কতক্ষণ লাগে আল্লাহ মালুম। শুনলাম আজকে নাকি ৪১ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা উঠবে। বুঝেন অবস্থা! গতকালের গরমেই কাহিল হয়ে পড়েছিলাম। আর আজকে না জানি কী অবস্থা হয়! আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০
মনজুর রায়হান বলেছেন: জি জনাব, আল্লাহ ভরসা।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭
নকীব কম্পিউটার বলেছেন: আল্লাহ ভরসা।