![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কবিতার খাতা রঙ তুলি আর সাদা ক্যানভাস
তুমি পুষ্পকমল কাকডাকা ভোর রোদেলা বিকেল
তুমি চৈতালি হাওয়া আম্রকানন বর্ণালি আকাশ
তুমি শিশির বিন্দু পাখির ডানা তুষার হিমেল।
তুমি ফাগুনের রাত স্বপ্ন প্রভাত অনাবিল হাসি
তুমি মাতাল জ্যোৎস্না ঝর্ণার গান মধ্য রজনী
তুমি কলমীর শাখা হাসের ঘুঙুর অথই জলরাশি
তুমি ছয়াবিথী বন অঝোর শ্রাবণ হৃদয় নন্দিনী।
তুমি হরিণীর চোখ নীল প্রজাপতি সুরভিত ফুল
তুমি গাঙচিল মন অদেখা ভুবন সন্ধ্যার প্রদীপ
তুমি মোহন বাঁশি মোহনীয় সুর ছোট খাটো ভুল
তুমি লতানো বৃক্ষ হিজল তমাল আশার অন্তরীপ।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১
মনজুর রায়হান বলেছেন: জানিনা রে ভাই...এখনো অহর্নিশ খুঁজে বেড়াই।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
মুসাফির নামা বলেছেন: এসব কি বাস্তবেও প্র্যকটিস করেন? সাবধান।
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩
মনজুর রায়হান বলেছেন: হা হা হা...হুম ভাই সাবধান আছি।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
রাজসোহান বলেছেন: এতোগুলা তুমির মাঝে আসল তুমি কোনটা