নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাহিত্য প্রেমী। লিখতে ও পড়তে ভাল লাগে। উদার মনোভাব প্রকাশ করতে পছন্দ করি। নিজের চিন্তাজগত প্রসারিত করে, ভাবনাকে শ্রুতিমধুর রুপে সাজিয়ে অন্যের চিন্তাজগতের প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করি।

Monkula

Monkula › বিস্তারিত পোস্টঃ

বলিউডের শীর্ষ ১০ ধনী নায়িকা।

২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪


আমিশা প্যাটেল :
______________ দর্শক সবসময় চায় তার প্রিয় মানুষের গ্ল্যামার, মেধা, স্টাইল এবং এর বাহিরে তাদের কার কত সম্পত্তি আছে, সে সম্পর্কে জানতে চায়। এই আলোচিত অভিনেত্রীর বর্তমান সম্পত্তির মূল্য ৩৫ মিলিয়ন ডলার।



অমৃতা রাও:
______________ এই অভিনেত্রী আলোচনায় না থাকলেও ' ম্যায় হুনা ছবিতে ' অভিনয় করে তিনি আলোচনায় ছিলেন। তার বর্তমান মোট সম্পত্তির মূল্য ২০ মিলিয়ন ডলার।



কাজল দেবগন :
______________ যদিও তাকে অনেকদিন যাবৎ পর্দায় দেখা যায় না।কিন্তু গত বছর তিনি শাহরুখ খানের সাথে ' দিল ওয়ালে ' ছবি করেন। তার সম্পত্তির মোট বর্তমান মূল্য ১৬ মিলিয়ন ডলার।

ইলিয়ানা ডিক্রুজ:
___________


বলিউডের দারুন একজন অভিনেত্রী। তিনি প্রথম বলিউডে পা রেখেছিলেন 'বার্ফি' ছবির মধ্য দিয়ে। যদিও বলিউড পর্দায় অনিয়মিত, তবুও তিনি সবার মুখে মুখে আছেন। তার বর্তমান মোট সম্পত্তির মূল্য ১৪ মিলিয়ন ডলার।

কারিশমা কাপুর;
____________



বলিউডের এক সময়ের আলোচিত নায়িকা তিনি। অনেক ভাল ভাল ছবি দর্শকদের জন্য উপহার দিয়েছেন। এবং তা ব্যবসায় সফলও হয়েছে। ফ্যাশনের দিক থেকেও অনেকটা প্রশংসিত। কিছুদিন আগে তার দীর্ঘ বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছে। শোনা যাচ্ছে আবার তিনি পর্দায় আসবেন। এই অভিনেত্রীর সম্পত্তির বর্তমান মূল্য ১২ মিলিয়ন ডলার।

প্রীতি জিনতা:
__________



অনেকদিন হল তিনি পর্দায় নেই। তবে দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তিনি সবসময় আছেন।বেশ কিছুদিন আগে মার্কিন নাগরিককে বিয়ে করে পুরোদমে গৃহিণী হয়ে গেছেন। এই আলোচিত নায়িকা আইপিএলে একটি দলও কিনেছেন। খেলার সময় স্বামীকে নিয়ে আসেন। তার সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

মল্লিকা শেরাওয়াত:
______________


বলিউডে ঊনি নিয়মিত না হলেও সবার আলোচনার পাতায় আছেন। তার সম্পত্তির পরিমাণ ১০ মিলিয়ন ডলার।

ডিম্পল কাপাডিয়া:
______________



পর্দা কাঁপানো এই নায়িকা বর্তমানে পর্দায় নেই। তারপরও সবার আলোচনার মধ্যে আছেন। তার বর্তমান মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

প্রিয়াঙ্কা চোপড়া:
___________



বলিউড জয় করে বর্তমানে হলিউড জয় মিশনে আছেন এই নায়িকা। সম্প্রতি তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কার। তাছাড়াও আর অনেক পুরষ্কার তার ঝুলিতে জমা আছে। সাবেক বিশ্বসুন্দরীও বটে। দর্শকপ্রিয় এই নায়িকা। তার বর্তমান সম্পত্তির মোট মূল্য ৮ মিলিয়ন ডলার।

ঐশ্বরিয়া রায় বচ্চন:



ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের একজন সফল নায়িকা। সবার প্রিয় মুখ। বলিউডের পর্দা কাঁপানো নায়িকা। বচ্চন পরিবারের বধু। কিছুদিন বিরতির পর তিনি আবারো নিয়মিত হয়েছেন।তার সম্পত্তির বর্তমান মূল্য ৩৫ মিলিয়ন ডলার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.