![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুরুন্ত,দু'টি চোখে অনন্ত,
ঝড়ের বেগে, দিগন্ত ছড়াই।
সপ্ন বুনি,তোমার আকাশে,
উড়ন্ত মন আমি,ডুবন্ত শঙ্খচিল।
কাজল কালো,দুটি চোখে,
মেঘ বালিকা, ফিরে এস তুমি।
স্বপ্ন চারীনি হও,আমার ভুবনে,
আমি মত্ত, স্বপ্নলোকে,
নিশিতে দিবালায়,বিচরণ চারপাশে।
সাদা মেঘের তরে,স্বপ্ন বুনি,
ছুটে বেড়াই,আকাশের বাড়ি।
তোমার ধ্বনি বাজে,কি সুমধুর,
সুরেলা সুর, স্তব্দ, শীতল,
ধরণীতল, স্পর্শে জয়ধ্বনি।
এক পলকে,পাড়ি দিব,
তোমার চোখে,গভীর দীঘি,
সাত সমুদ্র, তের নদী।
গোলাপে কাঁটা,বেষ্টিত তুমি,
কেশের আড়ালে,হাসির ঝলক।
চাঁদের হাসি ম্লান,জ্ঞানহারা আঁখি,
ক্ষত, বিক্ষত মন, রেখ অন্তরে।
এক মুঠো ভালবাসা, স্পর্শের চাদরে,
জড়িয়ে নিও মনটারে।
©somewhere in net ltd.