![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবলা কান্ত ......দুঃখ পেলে পুরনো সমৃতি মনে করে সুখে থাকার চেষ্টা করি...........
আই মিস ইউ...
আর দেখা হবে কিনা যনি না , তুমি ভাল থেকো....
সম্পর্ক ব্রেকআপ এর চার
বছর পর যদি আবারো কথা হয়....
আর যদি মেয়েকে কোন ছেলে বলে ।
তুমি ঐ আগের মত
আমাকে নিয়ে সেই স্কুল , সেই ব্রিজ , সেই
মাঠ আমাকে দেখাতে নিয়ে যাবে ?
আর মেয়েটা জানে ছেলেটার সাথে ঐ
আগের মত সম্পর্ক কোনদিন হবে না .....
তবু মেয়েটা যেতে রাজি হয়
তাহলে এটাতে কি বুঝা যায় ?
মেয়েটার কিছুদিন পর বিয়ে হবে
বল্লাম যদি তোমার
কোন প্রবলেম হয় ।
ওঁ বলে আপনি
আসবেন আমার
কোন প্রবলেম হবে না ।
সত্যি কথাটি হল
ওঁ কে যদি রাত ১,২,৩,৪,৫,৬.......
যেকোন সময়ে....
যখনি ফোন দেই এখনো ফোনটা হাতে নিয়ে বলে
আপনি বলেন কি বলবেন......
কিন্তু তখন হঠাৎ বলি
না থাক তুমি ঘুমিয়ে থাক...
ওঁ তখন বলবে
আপনি ঘুমাবেন না ?
আমি বলি তুমি ঘুমাও ওঁ বলে
আপনিত ঘুমটা ভেঙ্গে দিলেন ।
আমি তখন.....Sorry.
থাক আপনাকে Sorry বলতে হবে না...
প্লিজ একটু ঘুমাবেন
সকালে দরকার হলে কল করে ডেকে দিব.............
©somewhere in net ltd.