![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবলা কান্ত ......দুঃখ পেলে পুরনো সমৃতি মনে করে সুখে থাকার চেষ্টা করি...........
বৃষ্টিতে জয়দেবপুর
স্টেশনে দাড়িয়ে আছি ।
ট্রেনে খুব দুষ্টুমি করছি.....
সাফারি পার্কে আর যাওয়া হল না ।
সাফারি পার্কে আর কোনদিন আসব না ।
বিয়ের পরে বউকে নিয়ে
ঘুড়তে আসব হুম ।
.......................
এখন বলা যাক মজার
কোন একটি ঘটনা যা
স্মৃতি হয়ে থাকবে.....
ট্রেনে জানালার
পাশে বসে আছি ।
হঠাৎ করে একটা গান এর
কথা মনে পরল ........
এই পথ যদি শেষ না হয়
তবে কেমন হত তুমি বলত.....
দুই লাইন না গাইতেই পাশে
একটা মেয়ে বলতে লাগল
গলাটা খুব সুন্দরতো মনে হচ্ছে
উওম কুমার ।
বুঝতে পারলাম ইয়ার্কি মার্কা ট্যাটকারি হচ্ছে ।
আমি ছেড়ে দিব...?
তোমাকে দেখতে
আমার সুচিত্রার মত লাগছে !!
বলা মাএ একদম
চুপ হইয়া গেল ।
আমিও হাফছেড়ে বাঁচলাম !!
অনেকটা সময় পর
বলতে লাগল আপনি এত্ত ফোন
টিপেন কেন..?
ও আচ্ছা
তোমাকে টিপতে
চাইলে দিবে..?
আর কোন কথা নাই ...
পরে বললাম আপনি
রাগ করলেন ?
আমি মিথ্যা বলিনি
এই যে দেখেন মোবাইল ফোনকে কাত করে
চিৎ করে আপনি যেমন খুশি টিপতে পারেন ।
রাগ করবে না....
ও তাইতো হা হা হি হি ।
এটা সুচিত্রার হাসি ।
কতদিন পরে দেখলাম ।
অনেক কথা হলো
এখন যাবার সময় হয়ে গেছে ।
ও আমি জয়দেবপুর নেমে যাব
আপনি..?
না আমি দূরে
কোথাও যাব ।
আবার ফোনের দিকে
নজর দিলাম ।
চলতে চলতে আবার জয়দেবপুর
চলে আসলাম ।
নামার সময় বলতে লাগল ।
উওম তোমার নাম্বারটা দিবে ।
আমার সব নাম্বার
গুলি রং নাম্বার ।
আর হা তোমার
সুচিত্রা ভাবি আছে হা হা হি হি ...
পৃথীবিটা অনেক ছোট তাই
ঘুড়তে ঘুড়তে আবারো
কোন একদিন দেখা হবে
আপনি ভালো থাকবেন...
অকে আপনিও
ভালো থাকবেন ।
আর সুচিত্রাকে আমার কথা
বলবেন কিন্তু আচ্ছা বলব ।
বাই বাই টা টা................
©somewhere in net ltd.