![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবলা কান্ত ......দুঃখ পেলে পুরনো সমৃতি মনে করে সুখে থাকার চেষ্টা করি...........
দোস্ত তোর জন্য একটা
এসএমএস লিখেছি কিন্তু যখন
পাঠাইতে চাইলাম তখন.........
This person isn't receiving
messages from you
right now.
এক বুক হতাশা আর
চোখের জল নিয়ে লিখছি ।
দোস্ত আমি মনে করি পাপ হচ্ছে দুই ধরনের একটা ।
১. মানুষের সাথে ।
২. সৃষ্টিকার্তার সাথে ।
তার মানে অপরাধ যার সাথে
করবে তার কাছে ক্ষমা চাইতে হবে ।
সৃষ্টিকর্তা মহৎ উনি মাফ করে
দেবেন ক্ষমা চাইলেই ।
কিন্তু মানুষ ক্ষমা করবে না ।
কিন্তু প্রকৃত মানুষেরা সত্যিই ক্ষমা করে ।
আমি জানি তুমি প্রকৃত মানুষ
যে কিনা ক্ষমা করতে জানে ।
বন্ধুর মনের ভাষাটা বুঝতে পারে ।
আমাকে মাফ করে দে............
ভুল অমানুষেই করে
আমি তখন মানুষ ছিলাম না ।
তাই অমানুষের মতই বন্ধুত্ব নষ্ট করেছি ।
কি এই দোস্তটাকে ক্ষমা করবি না..?
©somewhere in net ltd.