নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক
দেশের যে চলমান সংকট ও আন্দোলন চলছে , এটা কোন গনমানুষের অধিকার আদায় ও স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন নয়। এটা নেহায়েত বাংলাদেশের দুই মোড়ল পরিবারের আধিপত্য পাকাপোক্তের লড়াই।ওদের ক্ষমতার মসনদ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ওদের সুবিধাভোগী লাঠিয়ালরা প্রতিদিন কেড়ে নিচ্ছে নিরিহ বাঙ্গালীর প্রান ,ধংশ করছে একটি গরিব দেশের কষ্টার্জিত সম্পদ..........তথাকথিত বুদ্ধিজীবিরা পদক ও রাষ্ট্রীয় স্বীকৃতি আশায় প্রতিদিন মোড়লদের পক্ষে বিভক্ত হয়ে ছবক দিয়ে যাচ্ছেন ......প্রতিদিন রহিম মরে, রহিমা মরে কিন্তু মোড়লেরা মরেনা,মোড়লদের লাঠিয়াল সরদারেরাও মরেনা...............আমজনতার এতটুকু বুঝতে আর কতকাল লাগবে?
©somewhere in net ltd.