নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১টি ভিন্ন জাতি গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাষা বৈচিত্র প্রদর্শনী

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উদীচী শিল্পী গোষ্ঠি ফ্রান্স সংসদ এবং উবারভিলিয়ে মেরী এর যৌথ আয়োজনে গত ২৩ শে ফেব্রুয়ারি প্যারিসের উবারভিলিয়েতে অনুষ্ঠিত হয় বিশ্বের ২১ টি ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠির নিজ নিজ ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ভাষা বৈচিত্র প্রর্দশনী

অনুষ্ঠানে উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, উবারবিলিয়ে শহরের মেয়র জ্যাক সালভাতর, ফ্রান্সে নিযুক্ত বলিভিয়ার রাষ্ট্রদূত জন পল গুয়েভারা এভিলা এবং ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রণালয়েরবিশেষ প্রতিনিধিগন। অনুষ্ঠানে বাঙলা, ফরাসী, চীনা,তামুল, বেটে, ফো, বামবাহ, মানজাক, তিলুবা, কাবিল, ক্রেয়ল, মান্দারিন , আরবী ,রোমানিয়া ও অন্যান্য ভাষার সাংস্কৃতিক দলগুলোর মনমুগ্ধকর সংগীত,নৃত্য,কবিতা আবৃতি এক ব্যতিক্রমধর্মী উৎসবের আমেজ সৃষ্টি করে।





















অনুষ্ঠানে আগত বিভিন্ন ভাষা ভাষীর দর্শক প্রাণ ভরে উপভোগ করেন এই ভাষার উৎসব আনন্দ।

এই উৎসব একদিকে যেমন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠির মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে, অন্যদিকে বাংলাদেশের ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষা ও সাংস্কৃতি বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠির মানুষের কাছে তুলে ধরার বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। উল্লেখ্য ব্যতিক্রম এই সাংস্কৃতিক উৎসব আয়োজনের ক্ষেত্রে উদিচি শিল্পী গোষ্ঠি ফ্রান্স সংসদের কর্মিরা দীর্ঘ দিন নিরলস ভাবে উবারভিলিয়ে মেরীর সাথে কাজ করে চলছেন , এছাড়া বাঙ্গালী কমিউনিটির দীর্ঘ দিনের প্রত্যাশিত ফ্রান্সে স্থায়ী শহিদ মিনার নির্মানের স্থান বরাদ্দের ক্ষেত্রেও তাদের অগ্রনী ভূমিকা রয়েছে।

ছবি: মনির আহমেদ

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:

গুড জব

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন চেতনা , বাঙাল মাতৃভাষা ও সংস্কৃতি

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

সুমন কর বলেছেন: বাংলা ভাষার জয় হোক।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২০

আরুশা বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন চেতনা , বাঙাল মাতৃভাষা ও সংস্কৃতি ।
একমত +++++++++

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

উদাস কিশোর বলেছেন: সুমন কর বলেছেন: বাংলা ভাষার জয় হোক।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

এ কে এম রেজাউল করিম বলেছেন: পোষ্টে অনেক গুলো +++++++

৭| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

এহসান সাবির বলেছেন: ভালো পোস্ট।

শুভকামনা।

++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.