নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেটের এই বিজয় শুধু মাত্র একটি বিজয় আনন্দই নয়,এই বিজয় বাংলাদেশ ক্রিকেটের প্রতি ক্রিকেট মোড়ল ইন্ডিয়া ও পাকিস্থানের দীর্ঘ দিনের অবজ্ঞা,অবহেলা ও অহমিকার মোক্ষম প্রতিশোধ।পর পর দুটি সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল নতুন করে প্রমান করলো যে তারা শুধু বড় দলের বিরুদ্ধে মাঝে মাঝে দু একটি ম্যাচ জেতাই নয় এখন ক্রিকেট বিশ্বের যে কোন দলের বিরুদ্ধে সিরিজ জয় করার মত যতেষ্ঠ শক্তি অর্জন করেছে।দেশের প্রতিটি ক্ষেত্রে দলিয়করণ বিরাজমান, যদি ক্রিকেটকে দলিয়করণের ঊর্ধে রেখে পরিচালনা অব্যহত রাখা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট দল জাতীকে আরো অনেক বড় অর্জনের মাধ্যমে উল্লাসে ভাসাতে আর বেশি দিন অপেক্ষা করাবেনা......। বেশির ভাগ সময় বাংলাদেশের মানুষের হতাশা দুরাশা ও বিভাজনের মাঝে বসবাস কিন্তু এই একটি মাধ্যম ক্রিকেটের কারনে আমাদের খেলোয়ারেরা সমস্ত জাতীকে হাসী ফোটায় ও একত্রিত করে তোলে........অনেক অনেক শুভ কামনা বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়ারকে
©somewhere in net ltd.