নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

দরকার শক্তিশালী ওঝা এবং তার শুকনো মরিচ পুড়ানো ধোঁয়ার দাওয়াই

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় দেশ বিদেশে বাংলাদেশীদের ফেজবুকের পাতা গরম হয়ে উঠলো।আলোচনা,সমালোচনা,প্রতিবাদ ও আক্রোশে যখন ফুসে উঠতে লাগলো সমগ্র দেশ,ঠিক তখনি সোহগী জাহান তনু হত্যাকান্ড দশ কোটি ডলার লোপাটের গরম হাওয়াকে শীতল করে দিলো।শুরু হলো তনু হত্যা প্রতিবাদের ঝড়ো বাতাস।ব্লগার নাজিমুদ্দিন হত্যার ভেতর দিয়ে তনু হত্যার প্রতিবাদের বিষ ফোঁড়াকে প্রশমন করে আড়ালে চলছে হত্যাকারীদের সাধু সন্ন্যাসী বানানোর প্রক্রিয়া।এক একটি ইটের পর ইট গেঁথে যেমন অট্টালিকা তৈরী করা হয়, তেমনি এই সরকার একের পর এক অপকর্ম দক্ষ হস্তে মোকাবেলা করে এখন অপকর্ম দ্বারা অট্টালিকা বানিয়ে সুউচ্চে অবস্থান করে জনসাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে।তারা জানে দেশে যত বড় ঘটনাই ঘটুকনা কেন, সর্বোচ্চ সাত দিন মানুষ চিল্লা পাল্লা করবে,ব্যানার হাতে দাড়িয়ে থাকবে,পরে যার যার কাজে ফিরে যাবে এবং পরিবেশ স্বাভাবিক ও শান্ত অবস্থায় ফিরে আসবে।যেহেতু জনগণের ভোটে ক্ষমতা প্রাপ্ত নয় তাই জনগণকে জবাবদিহি করতেও তারা বাধ্য নয়।সুসভ্য সরকার ব্যবস্থায় মানব বন্ধন,সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের প্রতিবাদকে গুরত্ব দেওয়া হয় এবং এর ভেতর দিয়ে তাদের জনপ্রিয়তার ব্যাপারে সচেতন হয়ে যথাযত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের ভেতরে প্রবেশের পুনরায় চেষ্টা করে থাকেন।কিন্ত যে সরকারের উপর জীনের আছর রয়েছে তাদের কাছ থেকে কি মানব বন্ধন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে কোন অধিকার আদায় করা সম্ভব?এমন সরকারকে নিয়ন্ত্রণ করতে এবং বশে রাখতে দরকার শক্তিশালী ওঝা এবং তার শুকনো মরিচ পুড়ানো ধোঁয়ার দাওয়াই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

সোজোন বাদিয়া বলেছেন: "কিন্ত যে সরকারের উপর জীনের আছর রয়েছে তাদের কাছ থেকে কি মানব বন্ধন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে কোন অধিকার আদায় করা সম্ভব?এমন সরকারকে নিয়ন্ত্রণ করতে এবং বশে রাখতে দরকার শক্তিশালী ওঝা এবং তার শুকনো মরিচ পুড়ানো ধোঁয়ার দাওয়াই।" - কঠিন কথাটা, খুব সহজভাবে লিখেছেন। আমার ব্লগে আপনার দাওয়াত রইল। ভাল থাকুন।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার সোজোন বাদিয়া....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.