নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

একজন পূর্নাঙ্গ বয়স্ক মানুষকে জনসম্মুখে কান ধরে উঠ বস করানো আর তাকে হত্যা করা একই কথা

১৭ ই মে, ২০১৬ রাত ৩:০৩

একজন পূর্নাঙ্গ বয়স্ক মানুষকে জনসম্মুখে কান ধরে উঠ বস করানো আর তাকে হত্যা করা একই কথা।কারণ এমন ঘটনার পর ঐ ব্যক্তির সমাজে বেঁচে থাকতে হবে উপহাসের পাত্র হিসেবে।শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থেকেও সম্মানহীন এক জন্তুর জীবনের মত হবে তার সামাজিক অবস্থান।সাম্প্রতিক সময়ে, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সাথে স্থানীয় এম পি সেলিম ওসমানের নির্দেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনি দিয়ে যে ঘটনাটি ঘটানো হয়েছে তাতে ঐ এম পি'র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়া এবং বিচার হওয়া উচিত।অথবা এমন ঔদ্ধত্য অপরাধের দায়ে ঐ এম পি'কে একই ভাবে জনসম্মুখে কান ধরে উঠ বস করানো উচিত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ রাত ৩:৩৯

মোস্তফা ভাই বলেছেন: নারায়নগঞ্জের সেই ছাত্র বললো প্রধান শিক্ষক শ্যমল কান্তি ভক্ত ধর্ম নিয়ে কোন কটুক্তি করেনি
https://www.youtube.com/watch?v=msnKNDX74jI

২| ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:১৫

রোষানল বলেছেন: যা রটে তার কিছুটা তো বটে

৩| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৯

ভুলো মন বলেছেন: "রোষানল বলেছেন: যা রটে তার কিছুটা তো বটে"
কথা হয়তো সত্য। কিন্তু তা বলে তুমি কে যে একজন মানুষকে দোষী সব্যস্ত করার? শাস্তি দেবার? দেশে কি আইন নাই? না-কি আইন তোমাকে দায়িত্ব দিয়েছে মাস্তি প্রয়োগ করার জন্য? তাহলে জনাব 'লতিফ সিদ্দিকী'-কেও কেন একইভাবে শাস্তি দেওয়া হয়নি? শিক্ষকেরটা তো রটেছে, আর এম.পি.সাহেব তো প্রকাশ্যেই বলেছিলেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.