নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক
নিজ ভূমি ছেড়ে আসার পর থেকে ঈদ যে বিশেষ আনন্দের অনুভূতি তা খুব বেশী অনুভূত হয়না। ফ্রান্সেমুসলিম ধর্মীও উৎসবের ছুটি না থাকায় অধিকাংশ ঈদের দিন কেটেছে কর্মব্যস্ততায়।আজও তার ব্যতিক্রম হয়নি, সকাল বেলা মেয়ে ও তার মা স্কুল ও কাজে যাবার প্রস্তুতি নিচ্ছে আর আমার তাড়াহুড়া যদি ঈদের নামাজটা পড়ে কাজে যেতে পারি।সকালের গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঈদের নামাজ আদায়ের সুযোগ হলো। নামাজ শেষ করে ফেরার পথের চরিত্রগুলো ভাবনায় ফেলে দিলো।যাদের একসময় ঘর ছিল,সাজানো গোছানো পরিবার ছিল, নিজস্ব আয়ের উৎস ছিল,ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ব্যাংক বীমা ছিল, শান শওকত ছিল,সামাজিক সম্মান ছিল, বিভিন্ন উৎসব আনন্দ ছিল, ছিল নির্দিষ্ট সীমা রেখার পরিচয়, কিন্তু আজ তাদের এসবের কিছুই নেই। আজকের এই উৎসব আনন্দের দিনে ফেলে আসা ভূমির পাসপোর্ট হাতে ফুটফুটে শিশু সন্তানদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছে অন্যের একটু অনুগ্রহ ও সাহায্যের আশায় ।যাদের কথা বলছি ওরা সিরিয়ান যুদ্ধ বিধ্বস্ত উদ্বাস্তু। এই সব সাধারণ মানুষদের জীবনের এমন পরিণতির জন্য ওদের কোন হাত ছিলোনা, হয়তো কখনো ভাবেনি কোনোদিন ঘর ছেড়ে রাস্তার পাশে এসে দাঁড়ানোর কথা ।তেমনি আমাদের বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থাও সিরিয়ান উদ্বাস্তুদের মতই, ওদেরও আজকের উৎসব আনন্দের রঙ,রস,গন্ধ ছুবে না।আমরা যারা ভবিষ্যৎ সুখী জীবন নিশ্চিতের কথা ভেবে ঘুষ, দুর্নীতির , অন্যায়, অত্যাচার,জুলুম ,নির্যাতন, রাষ্ট্রীয় কোষাগার লুটপাট এবং অনিয়মের ভেতর দিয়ে ব্যক্তিগত অর্থ বিত্তের পাহাড় বানানোর নেশায় মত্ত আছি তারা কি কখনো ভাবি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র ব্যবস্থা সঠিক পথে না থাকলে ব্যক্তিগত অর্থ সম্পদ দিয়ে নিজেকে নিরাপদ রাখা কখনই সম্ভব নয়। পৃথিবীর দানবীয় রাজনৈতিক চক্রান্ত ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন কখন কাকে ঘর থেকে রাস্তায় নামিয়ে দেয়, কখন কাদের উৎসব আনন্দকে কান্নায় পরিণত করে তা বোঝা খুবই দুরূহ।রাষ্ট্রকে বিক্রি করে ব্যক্তির প্রভাব বৃদ্ধি নয়,সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিয়মত্রান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র গঠনের মধ্যেই সম্মান ও নিরাপদ জীবনের নিশ্চয়তা।তাই ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক জাতিগত ভাবনার মনোবৃত্তি তৈরি করি,দেশটাকে আপন ভেবে ভালোবাসি, সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি ……।ঈদের মাঠের কোলাকুলি মতই সারাটা বছর যেন ধর্ম বর্ণ ও শ্রেণি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে বুকে বুক মিলিয়ে কেটে যাক আমাদের সারাটা বছর ।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা …।।
০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪২
মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: ঈদ মোবারক
২| ০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
সহজ সরল কথা বার্তা।
০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৩
মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: ধন্যবাদ ভাই ...। ঈদ মোবারক ...।।
৩| ০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৬
মেঘ প্রিয় বালক বলেছেন: ঈদ মোবারক ভাই,আপনার মত আমারও একি অবস্হা।
০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৩
মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: ঈদ মোবারক ভাই
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৯ রাত ২:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: বিদেশে ঈদগুলো এমনই হয়
যাই হোক.... ঈদ মোবারক