নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

এরশাদের মৃত্যু

১৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৫২

মানুষ মরে গিয়ে শুধু তার দেহের অবসান ঘটায় কিন্তু মৃত্যুর পর তার কৃতকর্ম দ্বারা আবার জাগ্রত হতে থাকে। যেমন মীরজাফর আলী খান বেঁচে থাকা অবস্থায় যতটা না মানুষের মাঝে জাগ্রত ছিলেন তার চেয়ে মৃত্যুর পর তার কর্মের দ্বারা আমাদের মাঝে জাগ্রত হয়েছেন আরও সরব হয়ে।ওপর দিকে দিন যত সামনে দিকে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজীব, রবীন্দ্রনাথ,নজরুল, এর মত মহান মানুষেরাও আরও নতুন করে জাগ্রত হচ্ছে বাঙালী জাতির অস্তিত্বে।সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তার রাজনৈতিক জীবনের অনেক ভালো কর্মের জন্য যেমন মানুষের ভালোবাসায় সিক্ত হবেন, অপরদিকে স্বৈরশাসন কায়েম এবং স্বৈরশাসন পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ইতিহাসের কালো অধ্যায়ে অবস্থান করবেন, এছাড়া বাংলাদেশের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের প্রধান সহযোগী হিসেবেও তাকে অশ্রদ্ধাভরে জাতি স্মরণ করবে যুগের পর যুগ।তাই মৃত্যুর ভেতর দিয়ে সব হিসেব নিকেশ শেষ নয় বরং এপার ও ওপারে নতুন করে হিসাব নিকাশের শুরু ...।।
দলবল,পেশীশক্তি, বন্দুকের নল দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় যুগের পর যুগ কিন্তু জীবন জোর করে ধরে রাখা যায়না। প্রাকৃতিক নিয়মে জীবনের অবসান অবধারিত কিন্তু কর্ম অক্ষত।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মানুষ হিসেবে যেমনই হোক নেতা হিসেবে উনাকে আমার একদমই পছন্দ নয়

২| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মৃত্যুর পর মানুষ সবকিছুর উর্ধে চলে যায় ... একথা সত্য | তবে জাতি হিসাবে যদি আমরা নিজেদেরকে উত্তম বলে মনে করতে চাইলে আমাদের এবং আমাদের নেতাদের কিছু নূন্যতম নৈতিক গুণাবলী থাকা উচিত |

একটি জাতির শীর্ষ নেতাকে শ্রদ্ধা করার আগে প্রত্যেকেরই চিন্তা করা উচিত ওই নেতা কি :
- একজন লম্পট যিনি অন্যের স্ত্রী সহ একাধিক নারী নিয়ে পরকীয়ায় লিপ্ত থাকেন ?
-চরম দুর্নীতিবাজ যিনি নিজে ও তার স্ত্রী দুর্নীতিতে লিপ্ত থাকেন ?
- প্রতিবাদী ছাত্র জনতাকে পোষা বাহিনী দিয়ে গুলি করে অথবা ট্রাক চাপা দিয়ে হত্যা করেন ?
- ভন্ড বকধার্মিক যিনি মসজিদের মতো পবিত্র স্থানে গিয়ে চরম মিথ্যা কথা বলতে পারেন ?
- চরম লোভী ও মিথ্যাবাদী যিনি বিরোধী দলের নেতা হিসাবে ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য ফেইক অসুস্থতার ভান করে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে পারেন ?

জাতি হিসাবে নৈতিকতার অনেক অধঃপতন হয়েছে বলেই আমরা আমাদের শীর্ষ নেতাদের মধ্যে উন্নত চারিত্রিক গুণাবলী আছে কিনা তার ধার ধারি না |

৩| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:২২

আমিই মুসাফির বলেছেন: যে গেছেগা হেরে বাদ দিয়া বর্তমান লইয়া ভাবেন

৪| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:৩১

মাহমুদুর রহমান বলেছেন: একদিন সবাইকেই মরতে হবে।

৫| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৩৯

বলেছেন: মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা না করাই বুদ্ধিমানের কাজ।।।

৬| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: এভাবেই একদিন সবাইকে বিদায় নিতে হবে। তাই জীবিত থাকা অবস্থায় ভালো ভালো কাজ করে যেতে হবে।

৭| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

মোগল সম্রাট বলেছেন: এরশাদকে নিয়ে আওয়ামীলীগ বিএনপির টানাটানি আমরা দেখেছি। তার স্বৈরশাসনকে দুই দল তথা দুই জোটই জায়েজ করে নিয়েছিলো। এরশাদ তার প্লানে সফল। তার পরবর্তী সকল ক্ষমতাসীন দলই তাকে বৈধতা দিয়ে তার সমার্থন চেয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.