নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক
রক্তাক্ত ৭১
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
আর যুদ্ধে যাবার প্রস্তুতি ।
রক্তাক্ত ৭১
২৫ মার্চে হায়েনার অপারেশন সার্চলাইট,
আর, চট্টগ্রাম বেতারে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠে
মেজর জিয়ার জিহ্বায় উচ্চারিত স্বাধীনতার ধ্বনি।
রক্তাক্ত ৭১
কৃষক শ্রমিক ছাত্রের মুক্তিযুদ্ধে যোগদান
আর, দেশ মুক্তির স্বপ্ন ।
রক্তাক্ত ৭১
রণাঙ্গনে অস্ত্র,বারুদের দামামা
আর, মুক্তিযোদ্ধার চোখে শত্রু হননের তীব্র জ্বালা।
রক্তাক্ত ৭১
ভয়কে জয় করে শত্রু ঘাঁটির দিকে অগ্রসর
আর, দেশের জন্য আত্মহুতি।
রক্তাক্ত ৭১
ক্ষুধিত শিশুর আহাজারি,
আর, বৃদ্ধার অসহায় আকুতি।
সন্তানহারা মায়ের হাহাকার
আর, হাজার হাজার বীরাঙ্গনার অবহেলিত মুখ।
রক্তাক্ত ৭১
১৭৫৭ এর অস্তমিত স্বাধীনতাকে পুনরুদ্ধার।
কোটি বাঙালীর শত বছরের লালিত স্বপ্নের প্রতিফলন।
( সম্ভবত উপরের অনুভূতিগুলো লিখেছিলাম ১৯৯৯ সালের দিকে, যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ধারণা ছিল ভাসা ভাসা)
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: আপনি সৌভাগ্যবান। বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা ......।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
শুনতে আমি ও উপস্হিত ছি লাম,
সেই স্মৃতি ভূলতে পারি না ।