![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক আমি ,এ কোন অনন্ত পথের
দিক ভুলি কোথা চলি জানিনা উদ্দেশ
পারাবারে জীর্ণ তরী পুরান কাঠের
ভগ্ন পরি । চলি ছুটে ছাড়িয়া স্বদেশ
দুরন্ত পথের এ কার উড়ন্ত আদেশ
নাই দ্রুবতারা এই তিমির রাতের
দিগন্তের দিকে ছুটে চলা নাই শেষ
আশা এই বুঝি শেষ হবে পথের
সম্মুখে ঐ বেয়ে চল, দেখি কার রেখা
দুর্জয় এ পথে চলি , শুধু আমি একা
ক্ষান্ত সবে, একা চলি আমি বড্ড বোকা
যত চলি রেখা গুলো দেয়নাতো দেখা
চলিয়া এতকাল এ দুর্জয় পাথারে
রহিলাম পরি, লক্ষ হতে সমদুরে
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: দিশেহারা হয়তোবা, কিন্তু কবিতা ভালো হয়েছে। লাইক দিয়েছি ।
শুভকামনা রইল।