নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝঞ্ঝার মত উদ্দাম,ঝর্ণার মত চঞ্চল।বিধাতার মত নির্ভয়,প্রকৃতির মত সচ্ছল।আমি আকাশের মত বাঁধাহীন,আমি মরু সঞ্চার বেদুঈন,আমার বন্ধনহীন জন্ম–স্বাধীন,চিত্ত মুক্ত শতদল।ঠিক যেমনটা নজরুল বলেছেন

অতীন্দ্রিয়া

অভিশাপ রথের সারথী

অতীন্দ্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কামিনী

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

কাব্যঃ সরি সরি সরি.. এই দেখ কান ধরেছি... সরি.. অনেক জ্যাম ছিলো তাই লেট হয়ে গেছে..

কবিতাঃ সমস্যা নেই আমি এসেছি দশ মিনিট হলো... বেশি লেট হয়নি তোমার

কাব্যঃ মানে? তুমি আমাকে ভোর ছয়টায় আসতে বলেছো একসাথে সকাল দেখব বলে.. এখন ১০ টা বাঁজে!!!

কবিতাঃ আমি জানি তুমি লেট করবা..তাই চার ঘন্টা আগে সময় দিয়েছি

কাব্যঃ কবিতা! এসবের মানে কি!! তুমি জানো আমি কত ব্যাস্ত থাকি.. ক্লাস, জব,তুমি নাই,বাসার দেখাশোনা.. দুটো দিন একটু রেস্ট পাই.. তাও সকালের ঘুম নষ্ট করেছি তোমার জন্য। শুধু একসাথে সুর্যদয় দেখার তোমার স্বপ্নটা পুরণ করবো বলে

কবিতাঃ আজ শনিবার.. ৯.৩০পর্যন্ত ঘুমাইসো। চাপাবাজি বন্ধকরো। তুমি ফ্রি আজ আমি জানি.. আর সকালে বাসায় বাজার করে দিয়ে এসেছি.. বাসার কোন কাজ তুমি করো না, হুদাই ভাব নিয়ো না

কাব্যঃ এ মানে.. ইয়ে আরকি.. (গুনিজন বলেন যখন যুদ্ধে হেরে যাওয়া নিশ্চিত তখন হয় কান্নাকাটি করে আত্নসমর্পন করো নয়তো রাগ করার নতুন অযুহাত খোঁজো... নেহাত পুরুষ বলেই দ্বিতীয় অপশনই বেস্ট আমার জন্য)

আচ্ছা!! তুমি আজও আঁকাশি রঙের শাড়ি পরে আসোনি!! কত বার করে বললাম দুজনে আঁকাশি রঙের জামা পড়ে ছবি তুলবো.. সেই সাদা টিশার্ট আর জিনস!! এগুলো কোন মেয়ে পরে!!!

কবিতাঃ কেন আঁকাশে সাদা রং নেই নাকি!!

কাব্যঃ তুমি আমার একটা কথাও শুনো না..

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: টিপিক্যাল কথাবার্তা

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

আখেনাটেন বলেছেন: কাব্যঃ তুমি আমার একটা কথাও শুনো না.. -- এ অবস্থা হলে তো ভালোবাসার পটল তুলতে আর বেশি দেরী নেই। :P

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

শায়মা বলেছেন: ২. ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫ ০

আখেনাটেন বলেছেন: কাব্যঃ তুমি আমার একটা কথাও শুনো না.. -- এ অবস্থা হলে তো ভালোবাসার পটল তুলতে আর বেশি দেরী নেই। :P



হা হা হা হা ভাইয়া আমারও মনে হচ্ছে কাব্যভাইয়াজানের ভালোবাসা এতক্ষনে আলু, পটল, শিম, মূলা সবই তুলে ফেলেছে.....

আর তারা এখন ফ্রাইপ্যানে মিক্সড ভেজেটেবল হয়ে ডাইনিং টেবলে শোভা পাচ্ছে!!! :P

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আমার এক হাত পৃথিবীর সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যদি অন্য হাতটা তুমি ধর ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভালবাসা এক সময় লাউ কুমড়া পেয়াজ রসুন আদা তে চলে আসে ..। :D B-)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

কিশোর মাইনু বলেছেন: কিউট।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.