![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন আছে অনেক কিন্তু পূরনের সাধ্য আদৌ হবে কিনা জানিনা ।
কুনোব্যাঙ পানিতে নামতে দেখছেন কখনো? ওরা ওদের স্বল্পতা নিয়ে ঘরের কোনে বসে থাকে। অবশ্য বর্তমান প্রজন্মের যারা ২তলার উপরে বড় হয়েছে তারা হয়তো কুনো ব্যাঙ চিনবেই না।
অন্য কথায় আসি, তারানা হালিম প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই ভাবছিলেন "মুই তো মন্ত্রী হয়ে গেলুম রে!!! সবারে আমার পরিচয়টা দেই কেমনে? মন্ত্রী হয়েছি দেশবাসীকে জানানোর একটা ব্যবস্থা হওয়া দরকার।"
ভাবতে ভাবতে তো মাথা এলোমেলো হয়ে যাবার অবস্থা। হঠাৎ একদিন চিৎকার দিয়ে উঠলেন, "বায়োমেট্রিক!!! বায়োমেট্রিক!!!"
জনগণ তখন হুংকার দিয়ে ওঠলেন "নো! নো!"
কিন্তু না জনগণ পরাজিত হল। যথারিতি বায়োমেট্রিক শুরু হল। প্রতি সিম ২০টাকা। এরপর ৫০টাকা এরপর ১০০টাকা। সুশীলরা তো খুশী, "বাহ! বাহ!"
এরপরও জনগণ আশার বুক বাধলো, গেলে যাক ২০ অথবা ৫০ নয়তো ১০০। এখন থেকে অপরাধী আর এই দেশে ঠাই পাবেনা। শান্তিতে তো থাকতে পারব।
কিন্তু হায়! একি হাল দেশের? কোথায় গেল বায়োমেট্রিক? কী হল এতগুলো টাকা?
০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
মোশারফ তানভীর বলেছেন: এইভাবে বললে আপনার বায়োমেট্রিক অকার্যকর হয়ে যেতে পারে। অথবা আপনার ফিঙ্গার প্রিন্টের সাথে অজ্ঞাত কোনো খুনির ফিঙ্গার প্রিন্ট মিলে যেতে পারে। :
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৯:৩০
নীলাকাশ ২০১৬ বলেছেন: তেলাপোকাও একটা পাখি, ইভা রহমানও গায়িকা, মমতাজও একটা 'নির্বাচিত এমপি, আর তারানা হালিমও একটা মন্ত্রী!