![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না, এই ব্লগে এর আগে কোনদিন কেউ এরকম ফুটবলীয় পোস্ট করেছে কিনা । কিন্তু এই পোস্টটি করতে খুব ইচ্ছে হচ্ছিল বলেই করছি । আপনি যে ফুটবল দলেরই সমর্থক হন না কেন, আপনি এই লিজেন্ডকে চিনবেনই । হ্যাঁ, আমার কাছে সে ট্রুলি একজন লিজেন্ড ।
আমার জীবনে বুঝ হওয়ার পর আমার দেখা সবচেয়ে বড় লিজেন্ড । আমি যখন খেলা দেখা শুরু করি তখন রোনালদিনহোর খেলা হলে দেখতাম মন্ত্রমুগ্ধের মত । রোনাল্ডো, রবার্ত কার্লোস, বেকহাম, জিদান, ফিগো, রাউল এতসব গ্রেট গ্রেট খেলোয়াড় খেলতো বলেই আমার প্রথম জীবনে প্রথম ক্লাব সাপোর্ট করি রিয়াল মাদ্রিদকে, যেটা হয়তো এখনও আছে । কিন্তু সারা জীবনের একটাই আফসোস যে এই প্লেয়ারকে রিয়ালের জার্সিতে দেখতে পেলাম না । তার কারণে বার্সেলোনার প্রতিও এতটা বিরক্তি ছিলনা তখন । বরং সে মাঠে নামবে, তাকে দেখতে পাবো, এই আশাতেই তার হাত ধরেই বার্সেলোনার সাথে পরিচয় । যাক সে কথা ।
তার আসল নাম রোনাল্ডো ডি অ্যাসিস মোরেইরা কিন্তু সে পরিচিত ছিল রোনালদিনহো হিসেবেই । ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় তার পুরো নাম রোনালদিনহো গৌউচো বা ছোট রোনালদিনহো । জন্ম ১৯৮০ সালের ২১ ই মার্চ, ব্রাজিলের একটি রাষ্ট্র পোর্তো আলেগ্রে তে । তার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি (প্রায় ১.৮১ মিটার) । অনেক সূত্রমতে তার ওজন ৭৬ থেকে ৮০ কেজির কাছাকাছি । তার বাবার নাম জোয়াও ডি অ্যাসিস মোরেইরা, যিনি কর্মজীবনে ছিলেন একজন শিপইয়ার্ড কর্মী এবং লোকাল একটি ফুটবল ক্লাবের (এসপর্তে ক্লাবি ক্রুইজেইরো – ইংরেজিতে Esporte Clube Cruzeiro) ফুটবলার । আর মায়ের নাম ডোনা মিগুইলিনা এলুই অ্যাসিস দস সান্তোস, যিনি কর্মজীবনে ছিলেন একজন সেলস কর্মী তবে তিনি নার্স হতে পড়াশুনা করেছিলেন । রোনালদিনহোর বড় ভাই রবার্তো, যিনিও একজন ফুটবলার ছিলেন কিন্তু একটি ইনজুরির কারণে তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় । বর্তমানে তিনি রোনালদিনহোর ম্যানেজার । আর রোনালদিনহোর বোন ডেইজি রোনালদিনহোর প্রেস কো-অরডিনেটর । মানে পুরো পরিবারই আছে এই লিজেন্ডের সাথে, তাকে সহায়তায় । এবার আসি রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ারের বিষয়ে ।
রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ার শুরু হয় গ্রেমিওর হয়ে গ্রেমিওর যুব একাডেমিতে ১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত । এরপর সেই গ্রেমিও ক্লাবের হয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার । তখন সালটা ১৯৯৮ । সেখানে তিনি তিন বছর খেলেন মানে ২০০১ পর্যন্ত । এক নজরে রোনালদিনহোর ক্লাব ফুটবল ক্যারিয়ারের এক ঝলকঃ
১. ক্লাবঃ গ্রেমিও (ব্রাজিল), মোট ম্যাচঃ ১৪৫, মোট গোলঃ ৭২, এসিস্টঃ ২, সালঃ ১৯৯৮-২০০১
২. ক্লাবঃ প্যারিস সেইন্ট জার্মেইন সংক্ষেপে পিএসজি (ফ্রান্স), মোট ম্যাচঃ ৮৬, মোট গোলঃ ২৫, এসিস্টঃ ১৮, সালঃ ২০০১-২০০৩
৩. ক্লাবঃ বার্সেলোনা (স্পেন), মোট ম্যাচঃ ২০৭, মোট গোলঃ ৯৪, এসিস্টঃ ৬৯, সালঃ ২০০৩-২০০৮
৪. ক্লাবঃ এসি মিলান (ইটালি), মোট ম্যাচঃ ৯৫, মোট গোলঃ ২৬, এসিস্টঃ ৩১, সালঃ ২০০৮-২০১০
৫. ক্লাবঃ ফ্লামেঙ্গো (ব্রাজিল), মোট ম্যাচঃ ৭১, মোট গোলঃ ২৮, এসিস্টঃ ১৪, সালঃ ২০১১-১০১২
৬. ক্লাবঃ এটলেটিকো মিনেইরো (ব্রাজিল), মোট ম্যাচঃ ৮০, মোট গোলঃ ২৮, এসিস্টঃ ২৮, সালঃ ২০১২-২০১৪
৭. ক্লাবঃ কুইরিতারো (মেক্সিকো), মোট ম্যাচঃ ৩, মোট গোলঃ ২, এসিস্টঃ ১, সালঃ ২০১৪- (এখন পর্যন্ত) ।
এবার দেখা যাক, রোনালদিনহোর ব্রাজিল জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের এক ঝলকঃ
১. ব্রাজিল অনূর্ধ্ব-১৭, মোট ম্যাচঃ ৬, মোট গোলঃ ২, সালঃ ১৯৯৬
২. ব্রাজিল অনূর্ধ্ব-২০, মোট ম্যাচঃ ৫, মোট গোলঃ ৩, সালঃ ১৯৯৯
৩. ব্রাজিল অনূর্ধ্ব-২৩, মোট ম্যাচঃ ২৭, মোট গোলঃ ১৮, সালঃ ১৯৯৯- ২০০৫ (জাতীয় দলের বিরতিতে খেলেন)
৪. ব্রাজিল জাতীয় দল, মোট ম্যাচঃ ৯৭, মোট গোলঃ ৩৩, সালঃ ১৯৯৯-২০১৩ (এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ ১৯৯৯ সালেই খেলেন । ১৩ ম্যাচে ৭ গোল ।)
রোনালদিনহোর সবচেয়ে বেশি সফলতা বার্সেলোনায় । তবে তাকে কিন্তু বার্সেলোনায় কেনা হতো না । আসলে ডেভিড বেকহামকে কেনার চিন্তা ছিল ঐ সময় বার্সেলোনা কতৃপক্ষের । কিন্তু ডেভিড বেকহাম রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ফেলায় অল্টারনেটিভ চয়েজ হিসেবে ২০০৩ সালের দিকে প্রায় ৩০ মিলিয়নে তাকে সাইন করায় বার্সেলোনা । এরপর বাকিটা তো ইতিহাস ।
ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ, কনফেডারেশন কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, অলিম্পিক স্বর্ণ, ব্যালন ডি অর ইত্যাদি কি জেতেননি এই লিজেন্ড । যে যেই ক্লাব কিংবা জাতীয় দলের ভক্ত হোক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একজন লিজেন্ডকে অপছন্দ করতে পারবেন না । কারণ আমি নিজে দেখেছি সে একজন ভালো খেলোয়াড় হওয়ার সাথে সাথে একজন গ্রেট মানুষ ।
আজকে এইসব তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম । আমার অনেক পছন্দের এই খেলোয়াড়কে আপনি আপনার পছন্দের তালিকায় কত নম্বরে রেখেছেন ?
#স্যালুট_একজন_ট্রুলি_লিজেন্ড_এবং_মাস্টারকে
#লাভ_রোনালদিনহো
[ সত্যি কথা বলতে কি আমি আসলে ফুটবল খেলাটির অনেক বড় ভক্ত । সেই সাথে ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের একজন সমর্থক । পোস্টটি ভালো লাগলে জানাবেন । ভালো লাগলে, এরপর পর্ব আকারে আরও এরকম লিজেন্ডদের বর্নণা এখানে তুলে ধরতে পারি ]
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ট্রু লিজেন্ড !
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬
আমিনুর রহমান বলেছেন:

প্রিয় খেলোয়ার সম্পর্কে অনেক কিছু জানলাম
এই ব্লগে ফুটবল নিয়ে নিয়মিতই পোষ্ট আসে।