নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ লেখা

মোশারফ হোসেন (জনি)

আমার নাম মোশারফ হোসেন ..... ব্লগে লেখার ইচ্ছা আমার অনেকদিনের কিন্তু ঠিকমতো ধারণা না থাকায় আমি এতদিন ব্লগ লেখা শুরু করতে পারিনি ...... এখন ব্লগ লিখছি টুকটাক ...... আমার লেখা ভালো লাগলে বা মন্দ , যেটাই লাগুক অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ।

মোশারফ হোসেন (জনি) › বিস্তারিত পোস্টঃ

একটি ফুটবলীয় পোস্টঃ একজন লিজেন্ড

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২১

জানি না, এই ব্লগে এর আগে কোনদিন কেউ এরকম ফুটবলীয় পোস্ট করেছে কিনা । কিন্তু এই পোস্টটি করতে খুব ইচ্ছে হচ্ছিল বলেই করছি । আপনি যে ফুটবল দলেরই সমর্থক হন না কেন, আপনি এই লিজেন্ডকে চিনবেনই । হ্যাঁ, আমার কাছে সে ট্রুলি একজন লিজেন্ড ।

আমার জীবনে বুঝ হওয়ার পর আমার দেখা সবচেয়ে বড় লিজেন্ড । আমি যখন খেলা দেখা শুরু করি তখন রোনালদিনহোর খেলা হলে দেখতাম মন্ত্রমুগ্ধের মত । রোনাল্ডো, রবার্ত কার্লোস, বেকহাম, জিদান, ফিগো, রাউল এতসব গ্রেট গ্রেট খেলোয়াড় খেলতো বলেই আমার প্রথম জীবনে প্রথম ক্লাব সাপোর্ট করি রিয়াল মাদ্রিদকে, যেটা হয়তো এখনও আছে । কিন্তু সারা জীবনের একটাই আফসোস যে এই প্লেয়ারকে রিয়ালের জার্সিতে দেখতে পেলাম না । তার কারণে বার্সেলোনার প্রতিও এতটা বিরক্তি ছিলনা তখন । বরং সে মাঠে নামবে, তাকে দেখতে পাবো, এই আশাতেই তার হাত ধরেই বার্সেলোনার সাথে পরিচয় । যাক সে কথা ।

তার আসল নাম রোনাল্ডো ডি অ্যাসিস মোরেইরা কিন্তু সে পরিচিত ছিল রোনালদিনহো হিসেবেই । ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় তার পুরো নাম রোনালদিনহো গৌউচো বা ছোট রোনালদিনহো । জন্ম ১৯৮০ সালের ২১ ই মার্চ, ব্রাজিলের একটি রাষ্ট্র পোর্তো আলেগ্রে তে । তার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি (প্রায় ১.৮১ মিটার) । অনেক সূত্রমতে তার ওজন ৭৬ থেকে ৮০ কেজির কাছাকাছি । তার বাবার নাম জোয়াও ডি অ্যাসিস মোরেইরা, যিনি কর্মজীবনে ছিলেন একজন শিপইয়ার্ড কর্মী এবং লোকাল একটি ফুটবল ক্লাবের (এসপর্তে ক্লাবি ক্রুইজেইরো – ইংরেজিতে Esporte Clube Cruzeiro) ফুটবলার । আর মায়ের নাম ডোনা মিগুইলিনা এলুই অ্যাসিস দস সান্তোস, যিনি কর্মজীবনে ছিলেন একজন সেলস কর্মী তবে তিনি নার্স হতে পড়াশুনা করেছিলেন । রোনালদিনহোর বড় ভাই রবার্তো, যিনিও একজন ফুটবলার ছিলেন কিন্তু একটি ইনজুরির কারণে তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় । বর্তমানে তিনি রোনালদিনহোর ম্যানেজার । আর রোনালদিনহোর বোন ডেইজি রোনালদিনহোর প্রেস কো-অরডিনেটর । মানে পুরো পরিবারই আছে এই লিজেন্ডের সাথে, তাকে সহায়তায় । এবার আসি রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ারের বিষয়ে ।

রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ার শুরু হয় গ্রেমিওর হয়ে গ্রেমিওর যুব একাডেমিতে ১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত । এরপর সেই গ্রেমিও ক্লাবের হয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার । তখন সালটা ১৯৯৮ । সেখানে তিনি তিন বছর খেলেন মানে ২০০১ পর্যন্ত । এক নজরে রোনালদিনহোর ক্লাব ফুটবল ক্যারিয়ারের এক ঝলকঃ

১. ক্লাবঃ গ্রেমিও (ব্রাজিল), মোট ম্যাচঃ ১৪৫, মোট গোলঃ ৭২, এসিস্টঃ ২, সালঃ ১৯৯৮-২০০১

২. ক্লাবঃ প্যারিস সেইন্ট জার্মেইন সংক্ষেপে পিএসজি (ফ্রান্স), মোট ম্যাচঃ ৮৬, মোট গোলঃ ২৫, এসিস্টঃ ১৮, সালঃ ২০০১-২০০৩

৩. ক্লাবঃ বার্সেলোনা (স্পেন), মোট ম্যাচঃ ২০৭, মোট গোলঃ ৯৪, এসিস্টঃ ৬৯, সালঃ ২০০৩-২০০৮

৪. ক্লাবঃ এসি মিলান (ইটালি), মোট ম্যাচঃ ৯৫, মোট গোলঃ ২৬, এসিস্টঃ ৩১, সালঃ ২০০৮-২০১০

৫. ক্লাবঃ ফ্লামেঙ্গো (ব্রাজিল), মোট ম্যাচঃ ৭১, মোট গোলঃ ২৮, এসিস্টঃ ১৪, সালঃ ২০১১-১০১২

৬. ক্লাবঃ এটলেটিকো মিনেইরো (ব্রাজিল), মোট ম্যাচঃ ৮০, মোট গোলঃ ২৮, এসিস্টঃ ২৮, সালঃ ২০১২-২০১৪

৭. ক্লাবঃ কুইরিতারো (মেক্সিকো), মোট ম্যাচঃ ৩, মোট গোলঃ ২, এসিস্টঃ ১, সালঃ ২০১৪- (এখন পর্যন্ত) ।



এবার দেখা যাক, রোনালদিনহোর ব্রাজিল জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের এক ঝলকঃ

১. ব্রাজিল অনূর্ধ্ব-১৭, মোট ম্যাচঃ ৬, মোট গোলঃ ২, সালঃ ১৯৯৬

২. ব্রাজিল অনূর্ধ্ব-২০, মোট ম্যাচঃ ৫, মোট গোলঃ ৩, সালঃ ১৯৯৯

৩. ব্রাজিল অনূর্ধ্ব-২৩, মোট ম্যাচঃ ২৭, মোট গোলঃ ১৮, সালঃ ১৯৯৯- ২০০৫ (জাতীয় দলের বিরতিতে খেলেন)

৪. ব্রাজিল জাতীয় দল, মোট ম্যাচঃ ৯৭, মোট গোলঃ ৩৩, সালঃ ১৯৯৯-২০১৩ (এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ ১৯৯৯ সালেই খেলেন । ১৩ ম্যাচে ৭ গোল ।)

রোনালদিনহোর সবচেয়ে বেশি সফলতা বার্সেলোনায় । তবে তাকে কিন্তু বার্সেলোনায় কেনা হতো না । আসলে ডেভিড বেকহামকে কেনার চিন্তা ছিল ঐ সময় বার্সেলোনা কতৃপক্ষের । কিন্তু ডেভিড বেকহাম রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ফেলায় অল্টারনেটিভ চয়েজ হিসেবে ২০০৩ সালের দিকে প্রায় ৩০ মিলিয়নে তাকে সাইন করায় বার্সেলোনা । এরপর বাকিটা তো ইতিহাস ।

ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ, কনফেডারেশন কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, অলিম্পিক স্বর্ণ, ব্যালন ডি অর ইত্যাদি কি জেতেননি এই লিজেন্ড । যে যেই ক্লাব কিংবা জাতীয় দলের ভক্ত হোক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একজন লিজেন্ডকে অপছন্দ করতে পারবেন না । কারণ আমি নিজে দেখেছি সে একজন ভালো খেলোয়াড় হওয়ার সাথে সাথে একজন গ্রেট মানুষ ।

আজকে এইসব তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম । আমার অনেক পছন্দের এই খেলোয়াড়কে আপনি আপনার পছন্দের তালিকায় কত নম্বরে রেখেছেন ?

#স্যালুট_একজন_ট্রুলি_লিজেন্ড_এবং_মাস্টারকে
#লাভ_রোনালদিনহো



[ সত্যি কথা বলতে কি আমি আসলে ফুটবল খেলাটির অনেক বড় ভক্ত । সেই সাথে ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের একজন সমর্থক । পোস্টটি ভালো লাগলে জানাবেন । ভালো লাগলে, এরপর পর্ব আকারে আরও এরকম লিজেন্ডদের বর্নণা এখানে তুলে ধরতে পারি :) ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

আমিনুর রহমান বলেছেন:




প্রিয় খেলোয়ার সম্পর্কে অনেক কিছু জানলাম :)

এই ব্লগে ফুটবল নিয়ে নিয়মিতই পোষ্ট আসে।

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ট্রু লিজেন্ড !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.