নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত

হাফিজ মোঃ মাশহুদ চৌধুরীর

শিক্ষক

হাফিজ মোঃ মাশহুদ চৌধুরীর › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিকদের জন্য সুসংবাদ

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

(১ম পর্ব)
যে কোনো সঠিক সিদ্ধান্তের জন্য সঠিক তথ্য জানা অত্যাবশ্যক। তথ্যের মধ্যে সামান্য ভুলের কারণে অনেক সময় মারাত্মক ভুল সিদ্ধান্ত গৃহীত হয়ে যায়। ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ কোনো সময়ই সম্ভব হয়ে ওঠে না। আবার সঠিক সময়ে সঠিক তথ্য পেলে এমন অনেক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়, যার অফুরন্ত ভালো ফলাফল রয়েছে। তাই সঠিক তথ্য সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক তথ্য সরবরাহ করা একটি বড় আমানতের কাজ। বিষয় বা ঘটনা যে রকম সংঘটিত হয়েছে কোনো রকম কম-বেশ না করে হুবহু সে রকম পরিবেশন করা আমানতের দাবি। এর মধ্যে যদি কম বেশ করা হয়, তাহলে যে পরিমাণ কম বেশি করা হবে, সে পরিমাণ খেয়ানত করা হয়েছে বলে ধরে নিতে হয়। কাজেই তথ্য বা সংবাদ যথাযথভাবে পরিবেশনের সাথে সংবাদ বহনকারী বা সাংবাদিকের সততা, বিশ্বস্ততা, ন্যায়নিষ্ঠতা, গ্রহণযোগ্যতা, দায়িত্বশীলতা, আমানতদারী সর্বোপরি ধার্মিকতা বা ঈমানদারীর শতভাগ সম্পর্ক রয়েছে।
সাংবাদিকরা যে বার্তা, খবর, সংবাদ বা তথ্য সরবরাহ করেন তাকে আরবিতে ‘নাবাউন’ বলা হয়েছে। কুরআন মাজীদের ২৬নম্বর পারায় সূরা হুজুরাতের ৬নম্বর আয়াতে দ্রষ্টব্য। সেখানে সংবাদ গ্রহণের আগে সংবাদ বহনকারী সাংবাদিকের চরিত্র যাচাই করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোনো সংবাদ শোনার পর যাচাই-বাছাই না করে প্রচার করাকে মিথ্যাবাদী হবার জন্যে যথেষ্ট বলে মুসলিম শরীফে বর্ণিত হাদিসে উল্লেখিত হয়েছে। কাজেই সংবাদ ও সংবাদের সূত্র যাচাই প্রক্রিয়ার নিয়মাবলী যতোটা বিশুদ্ধ ও কঠোর হবে, সাংবাদিকের গ্রহণযোগ্যতা ও মর্যাদা ততোটা বেশি হবে। তাই এ সংক্রান্ত সঠিক নিয়মাবলি প্রণয়নে ও বাস্তবায়নে সাংবাদিকদেরকে নিজেদের স্বার্থেই এগিয়ে আসতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারীদেরকে পুরস্কৃতকরণ এবং অশুদ্ধ তথ্য প্রদানকারীদেরকে তিরস্কৃত করার বিধান সাংবাদিকদেরকেই করতে হবে। এ ব্যাপারে সাংবাদিকদের কল্যাণে আমার কিছু চিন্তা-ভাবনা ও পরিকল্পনা রয়েছে। যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে তা বাস্তবায়নের আশা রাখি। পাশাপাশি সাংবাদিকদের অনেক সমস্যাও রয়েছে, সেগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সুযোগের অপেক্ষায় আছি। (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.