নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভয় করে যদি যাই হাজত ঘরে

মসিউর রহমান জীবন

্নিজের সম্পরকে বলা ঠিক না, তাই বলবনা

মসিউর রহমান জীবন › বিস্তারিত পোস্টঃ

১৫ ই আগষ্ট-শোকে মূহ্যমান

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

“ঘটনাটা ১৯৭৫ সালের জানুয়ারী মাসের, তারিখটা আমার ঠিক মনে পড়ছেনা। তখন বয়স আমার পচিশ ছুঁই ছুঁই, থাকি মিরপুরে। বঙ্গবন্ধু একটা ছোট খাট জনসভায় অংশ নিতে মিরপুর এলেন। বঙ্গবন্ধুর সাথে দেখা করার এই সুযোগ আমি কিছুতেই হাত ছাড়া করতে চাইলাম না। মাত্রই কয়েক মাস আগে বাকশাল পাশ হয়ে গেল। কট্টর আওয়ামিলীগার হলে আমি কিছুতেই বাকশাল সমর্থন করতে পারছিলাম না, ভাবলাম যদি সুযোগ পাই বঙ্গবন্ধুকে এই বিষয়ে একটা প্রশ্ন করব। নির্ধারিত সময়ের কীছুটা আগে বঙ্গবন্ধু স্টেযে উঠে নিজের আসনে গিয়ে বসেই মোহনীয় বঙ্গিতে তার চূরুঠে টান দিলেন। চুরুঠ টানা ও কি যে এক শিল্প তা বঙ্গবন্ধুকে না দেখলে বুঝা যেত না। তখন এত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, আর তখনকার নেতারাও এখনকার নেতাদের মত এত রিজার্ভ ছিলেন না, একেবারে গন মানুষের সাথে মিশে যেতেন। বঙ্গবন্ধুর এই গুনের সাথে অন্য কোন গুনের এত তুলনা হয় না। আমি বেশ কয়েকবার বঙ্গবন্ধুর সামনে দিয়ে উঁকি মেরে গালাম যেন তার চোখে পড়ি। অবশেষে আমি সফল হলাম। এভাবে পায়চারি করতে দেখে বঙ্গবন্ধু আমাকে তার কাছে ডেকে নিলেন, একে একে আমার নাম, ঠিকানা, কি করি ইত্যাদি জানলেন। এরপর এখানে কেন এলাম তা জানতে চাইলেন। আমি বললাম আপনাকে একবার ছুঁয়ে দেখতে চাই। আমার কথা শুনে তিনি অট্ট হাসি দিলেন, এরপরে আমাকে তার বুকে টেনে নিলেন। আমার যে সে কি অনুভুতি তা ভাষায় বোঝানো যাবেনা। এরপরে আমি বঙ্গবন্ধুকে বললাম আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তিনি সানন্দে তা জানতা চাইলেন। আমি বললাম আপনি কেন বাকশালে সম্মতি দিলেন। প্রশ্নটি শুনে তিনি কিছুক্ষন নীরব থাকলেন। এরপর আমাকে চমতকারেভাবে বাকশালের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিলেন। সেদিন থেকে বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা আরো বেরে গেল আর আমি বাকশালের অন্ধ ভক্ত হয়ে গেলাম। আজ বঙ্গবন্ধুর মহাপ্রয়ান দিবসে আমি শ্রদ্ধাভরে তাকে স্মরন করছি। বংবন্ধু যদি আজ বেঁচে থাকতেন আর বাকশাল যদি টিকে থকতে আমেরিকার মত দেশ আমাদেরকে নতি স্বীকার করে চলতা হত। ভারত থেকে একটা পিঁপড়া ও যদি আমাদের দেশের উপর দিয়ে যেত চাইত তবে টেক্স দিয়ে যেতে হত। এই জাতির দুর্ভাগ্য তারা নেতা চিনতে পারলনা।”

১৫ ই আগষ্ট আসলে আমারা এরকম অসংখ্য বুলি আওরাতে দেখি, সত্য মিথ্যা যাচাই করবে কে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:





বাকশাল হলে আমরা কমপক্ষে মালয়েশিয়া, ব্রাজিল থেকে ভালো করতাম, সন্দেহ নেই।

২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমি আওয়ামিলীগ-বিএনপি কোনটাই করি না। কিন্তু বঙ্গবন্ধুর প্রতিটা ঘটনা, প্রতিটা কথা শুনলে গর্বে বুক ভরে ঊঠে। আমরা এমন একজন দেশপ্রেমিকের দেশের মানুষ।

কিন্তু একটু পরে মাথাটা নিচু করে ফেলতে হয়, আমাদের থেকেই কিছু মানুষ তাকে বাঁচতে দেয়নি। তার নেতৃত্বে গড়া স্বাধীন দেশেই তাকে শ্বাস নিতে দেয়নি প্রাণ ভরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.