নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুবোধ বালক

সুবোধ বালক › বিস্তারিত পোস্টঃ

রঙ্গের মানুষ

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬

এস, আই টুটুলের বহুল প্রচারিত একটি গান "রঙ্গের মানুষ রঙ্গিলা আকাশে উরাও অন্তরের হাউস"। মানুষের জীবনে রঙ্গের প্রভাব এতো বিশাল ও বিস্তৃত তা বলাই বাহুল্য।

এ দুনিয়াতে যা কিছুই দেখি না কেন তা কোনো না কোনো রঙের। প্রকৃতির কত কিছুর সুন্দর্য আমাদেরকে মুহিত করে। ময়ুরের পেখমের সুন্দর্য, বিচিত্র রঙের প্রজাপতির সৌদর্য, ফুলের সৌদর্য, সমুদ্র সৈকতের সৌন্দর্য আরো কত কি! ঐসব সৌন্দর্যের মূল ভিত্তি হলো ওগুলোর রং। আর এই রং বলতে কিছুই থাকত না যদি না আলো ওই রংগুলো তৈরী করতো।

বিজ্ঞানের ভাষায় রং-এর উৎপত্তি মানুষের অনুভূতিতে। অর্থাৎ আমাদের চোখের রড কোষের কম্পনের তারতম্যের কারণে আমাদের দর্শন অনুভূতিতে নানান রঙের সৃষ্টি হয়। বিজ্ঞানের দৃষ্টিতে রং-এর গুরুত্ব যতটাই কম, শিল্পীর কাছে রঙ ততটাই মহার্ঘ্য। তাদের কাছে রং-এর অর্থই জীবন।

প্রত্যেকটা মানুষের জীবনে রং আর বেরংয়ের একটা অনিয়ত সহাবস্থান থাকে। যেই রংগুলো কখনো শুকিয়ে যায় না, কখনো মুছে যায় না। এই রংগুলোই মানুষকে শত শত বেরংয়ের মাঝেও হাসতে শেখায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.