নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কিছুই নই আমি।একজন মহামূর্খ।
একদা জনৈক সাহেব একখানি ত্রিচক্রযানে অধিষ্ঠান করিয়া আপন কুটিরে প্রত্যাবর্তন করিতেছিলেন।তাহাকে বেশ খোশ মেজাজেই অবলোকন করা যাইতেছিল।যথাসময়ে তাহার কুটির সম্মুখে যথাস্থানে ত্রিচক্রযান থামিল।সাহেব ত্রিচক্রযান হইতে নামিলেন।সাহেব দেখিয়া ত্রিচক্রযান চালকের অন্তরমধ্যে নফ্স এ আম্মারা প্রবেশ করিল। সে কিছু পরিমাণ টাকা অতিরিক্ত দাবি করিয়া বসিল।অতঃপর ইহার প্রতিক্রিয়া স্বরূপ সাহেবের মধ্যে দ্বিগুণ তেজে নফ্স এ আম্মারা প্রবেশ করিল।তিনি রূদ্র মূর্তি ধারণ করিলেন।মুখ হইতে অমিয় বাণী বর্ষণ করিতে লাগিলেন।অমুকের পোলা,তমুকের বাচ্চা.............................(......এইখানে নিজ রুচি অনুসারে বাণী বসাইয়া নিবেন।যদিও তিনি কোন সুরুচিপূর্ণ বাণী বর্ষণ করেন নাই)।
ইহা শুনিয়া ত্রিচক্রযান চালক হতভম্ব হইয়া বলিল,সাহেব বাণী কেন বর্ষণ করিতেছেন?
সাহেব বলিলেন:ব্যাটা!! হজ্ব করিয়া আসিয়াছি,তাই বাণী বর্ষণ করিলাম না।সংযম করিলাম।
০৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: পড়ার ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সংযমকারী আসলে এলাকার একজন মুরুব্বী ছিলেন। ছাদের ওপর দাড়িয়ে গাছে পানি দিতে দিতে পুরো ঘটনাটা দেখেছিলাম।
২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৮
ওমেরা বলেছেন: গল্পটা আমি বুঝেছি ভাইয়া । আপনি খারাপ ভাষা গুলো লিখেন নাই সেজন্য আপনাকে বলেছি সংযমের কথা ।
০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দুঃখিত।আমার বোঝার ভুল।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
খায়রুল আহসান বলেছেন: আপনার গল্পটা যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে ওমেরা'র চমৎকার মন্তব্যটা, যেটা আপনার মত আমিও প্রথমে বুঝতে ভুল করেছিলাম। হয়তো একই কারণে (আপনার সংযম) তিনি পোস্টটিতে একটা লাইকও দিয়ে গেছেন, এবং একই কারণে আমিও তা দিয়ে গেলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আই প্রথমে বুঝতে ভুল করেছিলাম। তিনি যেসব বাণী উচ্চারপণ করেছিলেন সেগুলো আসলে লেখার মতো না। এজন্য আমিও লিখি নি। ওমেরা আপুর মন্তব্যটা আসলেই ভালো ছিলো।
মন্তব্যে ও প্লাসে কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৯
ওমেরা বলেছেন: ভালোই সংযম করেছেন আপনি , ভালো লাগলো।