নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Creating a Colourful Life

মৌ মিতু

প্রকৃতি প্রেমিক

মৌ মিতু › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন ফলে স্টিকার সম্পর্কে

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৫



সুপার মার্কেট বা কোনো ফলপট্টি থেকে আপেল, নাশপাতি বা অন্য যেকোনো ফল কেনার সময় নিশ্চয় খেয়াল করেছেন ফলের গায়ে স্টিকার লাগানো থাকে। সাত পাঁচ না-ভেবে, খুব ভালো বলে ধরে নিয়ে অনেক সময় বেশি দাম দিয়েও কিনে ফেলেন। ফলের গায়ে সাঁটা স্টিকারে কী লেখা থাকে, ভালো করে দেখেছেন কখনো? বা যদি দেখেও থাকেন, মাথামুন্ডু কিছু বুঝেছেন কি?

জেনে নিন ফলে স্টিকার সম্পর্কে-

১. স্টিকারে যদি দেখেন ৪ সংখ্যার কোড নম্বর রয়েছে এবং সেটা শুরু হচ্ছে ৩ বা ৪ দিয়ে, এর মানে হল, কোনো ফার্মে ওই প্রোডাক্টির চাষ হচ্ছে বিশ শতকের মাঝামাঝি সময় থেকে। যার অর্থ, কৃত্রিম সারেই চাষ হয়েছে।

২. যদি কোনো ফলের গায়ে ৫ সংখ্যার কোড দেয়া স্টিকার দেখেন, যার শুরুটা ৯ দিয়ে, অর্থ, চিরাচরিত প্রথাতেই চাষ হচ্ছে। হাজার হাজার বছর আগেও যে ভাবে চাষ হতো, সে ভাবেই। মানে, কোনোরকম রাসায়নিক সার বা কীটনাশক দেয়া হয় না। জৈবপদ্ধতিতে চাষ হয়।

৩. স্টিকারে যদি ৫ ডিজিট কোড থাকে এবং শুরুটা ৮ সংখ্যা দিয়ে হয়, তার মানে ওই ফলটি GMO বা জেনেটিক্যালি মডিফায়েড। এটা পড়ে নিশ্চিত স্টিকার ভালো করে না-দেখে আর ফল কিনবেন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

মুসলিম বাঙালী বলেছেন: যদি সত্য হয় তাহলে অবশ্যই ভালোকিছু জানলাম...

২| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মৌ মিতু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.