নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌসুমী মালা

আমি খুব সাধারণ

মৌসুমী মালা › বিস্তারিত পোস্টঃ

আমিও বৃত্তে//

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০


আমিও বৃত্তে//
মৌসুমী রহমান

তোমার কাঁচের সমুদ্রের নীল জলেও
তীর খুঁজে পাইনি,
অ্যান্টার্কটিকা আইস বার্গে
জাগতিক সুখের উলুধ্বনি,
তরুণ সূর্য থেকে আছড়ে পরে এঞ্জেল রে।
অথচ আমি কেবল আবর্তিত সময়ের পৃথিবী দেখি।
তুমি চৌকষ যোদ্ধা
আমি বেদখল যুদ্ধ চর্চার প্রান্তর
তাতে কি? আসবোই অন্ততঃ একবার
আমার আরক্তিম ঠোঁটে নিয়ে সমস্ত মিহি জাফরান,
চুম্বনে ফিরিয়ে দেব রক্তের স্বাদ
যদিও এক জীবনে থাকতেও পারে
ত্রিভূজ প্রেমের পটভূমি।
স্মরণ গলি পথে তাকালে
দেখি আলোর সরল রেখায়
নিষ্প্রভ ছায়ার হাতে উদ্ধত তলোয়ার
রঞ্জিত করে আমার সফেদ কার্পাস ।

আমি কল্পনা বিলাসী
তাই সায়েন্সফিকশান মুভির আগামী হয়ে
তোমার বুকে লুণ্ঠিত পৃথিবী খুঁজি।

সংসার,মানুষ, সৃষ্টি অংকের হিসেব মত
বৃত্তের ভিতরে ঘুরে গ্রহ উপগ্রহ,
টর্নেডো, ফিংগারপ্রিন্ট, ডিএনএ
সব একই সিম্বলিক সার্কেলে,
বৃত্ত থেকে আসবোই এক চন্দ্রকল্লোল রাতে
পরিত্রাণের ছাড়পত্র নিয়ে। 

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

সুমন কর বলেছেন: প্রথম পোস্টই নির্বাচিত পাতায় !! ;)

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। হ্যাপি ব্লগিং........ !:#P

কবিতা ভালো হয়েছে। তবে ইংরেজি শব্দের বিকল্প ভাবা যায় কিনা, দেখতে হবে !


২য় লাইক দিলাম।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: দুঃখিত, এটি অাপনার ২য় পোস্ট।

শুভ রাত্রি।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৩

জায়গীরদার বলেছেন: ভালো লাগলো

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তুমি চৌকষ যোদ্ধা
আমি বেদখল যুদ্ধ চর্চার প্রান্তর
তাতে কি? আসবোই অন্ততঃ একবার
আমার আরক্তিম ঠোঁটে নিয়ে সমস্ত মিহি জাফরান।++++++


দারুণ কবিতা। ধন্যবাদ । ভাল থাকবেন।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: বেশ....!!

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

মৌসুমী মালা বলেছেন: আপনাদের উপস্থিতি আমাকে অনেক ঋনী করেছে আপনাদের কাছে। রাশি রাশি শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য।

১০| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তোমার কাঁচের সমুদ্রের নীল জলেও
তীর খুঁজে পাইনি,
অ্যান্টার্কটিকা আইস বার্গে
জাগতিক সুখের উলুধ্বনি,
তরুণ সূর্য থেকে আছড়ে পরে এঞ্জেল রে


কবিতার লাইনগুলো ভালো লাগছে ।

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৯

মৌসুমী মালা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো সুজন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.