নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌসুমী মালা

আমি খুব সাধারণ

মৌসুমী মালা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৪




সময়ের কথা//
মৌসুমী রহমান

ক্লেপসাড্রায় ঝুলে সময় পেয়েছিল
যৌবন ,মানুষের মগজ;
খরচ হওয়া শতাব্দীর ঠোঁটে
এখনও পৃথিবী শিহরিত হয়
কুমারী ভোর আসে সোনালী হিজাব পরে
শুরু জানার তেষ্টায় গহীনে স্রোত লুকিয়ে
বিনাশ হই সমূদ্র উত্তাপে।

দুঃখেরা পঞ্জিকা দেখে জেগে উঠেনা
রূপোর চাঁদের কোমল সমর্পণ
পলাতক রাতের ধারায় ।
বাকল ভেদ করে সভ্যতা সূর্য দেখে
মানুষ হাঁটে ঝলসানো কংক্রিটে
প্রাণের রাজস্ব নিতে;
চিলের চতুর চোখেও আলোর কাঙ্গআলীপনা।

ধবল তুষারে হরিণীর রক্তাক্ত পদচিহ্ন
অবসর নেয়া বৃদ্ধ'র বুকে সবুজের সন্ত্রাস
চশমা খুলে দেখি বেজোড় পায়রা
খাঁচার ভিতর থেকে আকাশ দেখে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১১

জায়গীরদার বলেছেন: ভালো লাগলো

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৫

বেলায়েত মাছুম বলেছেন: মানুষ হাঁটে ঝলসানো কংক্রিটে
প্রাণের রাজস্ব নিতে


তবু মানুষ জেগে উঠুক এইভাবে
সব ভুলে, ভুল প্রভাতে।


শুভেচ্ছা রইল।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: বৃদ্ধ'র বুকে সবুজের সন্ত্রাস, সুন্দর।

পেপিরাসের কাগজের উপর খাগরির কলম নেচে উঠুক বার বার।
শুভ কামনা রইলো।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

মৌসুমী মালা বলেছেন: রাশি রাশি শুভেচ্ছা ও শুভকামনা সবাইকে ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

মিশু মিলন বলেছেন: একটি পংক্তি ছাড়া বাকি কবিতা ভাল লেগেছে। হিজাব শব্দের প্রয়োগ ভাল লাগেনি। আমার কাছে মনে হয় ভোর বরং হিজাবমুক্ত হয়। ভোরটা উন্মুক্ত, খোলা। ভোরের থাকে অনাবৃত উদারতা.........

এটা একান্তই আমার মত। কিছু মনে করবেন না।

শুভেচ্ছা............

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

মৌসুমী মালা বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভুল গুলো শুধরে দেয়ার জন্য
যদিও আমি এখনও আপনাদের মতো ভাল লিখিনা মিশু মিলন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.