![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাখী//
অনিবার অনুভবে আসো
কাজল ধুয়ে যায় অন্তিক সুখে ।
মাঘি পূর্ণিমায় নিলাভ্র আকাশ
আজ্ন্ম স্মৃতি
চিলের স্বচ্ছ চোখে তেজস্বী দ্বিপ্রহর
একলা গাভী গোধূলী অপেক্ষায়
আমার মনে বিষ ঢালে
আধুলি ভোর
কোন কালেও দেখিনি তোমায়
কতো শীত পর হয়ে গেলো
হেমন্ত অভিমানে
কম্পিত হাতে ছুঁয়ে ছিলো প্রাণ
সোনালী মাছের ঝাঁক দৃষ্টি দ্বীপে ।
এই গ্রহ আয়্নায় আমাদের সূর্য নেই
ছিলাম না আমরা কেউ কারো
তবুও আছে অদৃশ্য রাখী
যা পাওয়ার থেকেও বড়।
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
মৌসুমী মালা বলেছেন: অনেক শুভেচ্ছা ও শুভকামনা । ভালো থাকুন আপনিও।
২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭
মৌসুমী মালা বলেছেন: মিঃসুমন আমি এখনও ভালোলাগার মত লিখিনা ভাই।কেমন করে জানি আপনার কমেন্টটা মুছে গেল। ব্লগ ব্যাবহার এখনও ভালো শিখিনি একটু সময় লাগবে ।ধন্যবাদ ,ভালো থাকবেন।
৩| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২২
শাহেদ চৌধুরী বলেছেন: অনেক ভালো লিখেছেন। ভালোলাগা রইলো
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
বেলায়েত মাছুম বলেছেন: এ সবই প্রেম।
ভাল থাকুন।