নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েমাজােম্মলরক্স

েমাজােম্মলরক্স › বিস্তারিত পোস্টঃ

জানা অজানা

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

"বিখ্যাতদের মজার ঘটনা"

-----------------------------

তখন সপরিবারে কাজী নজরুল থাকেন কেষ্টনগরে। তাঁর আর্থিক অবস্হা তখন খুবই শোচনীয়।একদিন বিকালে তিনি ঝড়ের বেগে কল্লোল অফিসে ঢুকেই কল্লোলের সম্পাদক সুরেশচন্দ্র মুখোপাধ্যায় কে বললেন,“শিগগিড়ই গোটা কয়েক টাকা যোগাড় করে দে,হাঁড়ি আজ শিকে থেকে নামে নি।তোরা যদি টাকার যোগাড় করে দিতে পারিস তাহলে নামবে।আমাকে এক্ষুণি কেষ্টনগরে ফিরে যেতে হবে।দেরী করলে চলবে না।ছোট ছেলেটার অসুখ।” টাকার যোগাড় হলো।নজরুল চলে গেলেন।কিন্তু মুহূর্ত মধ্যে ফিরে এলেন।হাতে তাঁর একখানি কাগজ।সেটা নৃপেন বাবুর গায়ের উপর ছুঁড়ে দিয়ে মনে করার ভঙ্গীতে বললেন,“ভুলে গিয়েছিলাম,ট্রেনে আসতে আসতে লিখে ফেলেছি।দেখিস যদি চলে তো চালিয়ে চালিয়ে দিস। ”কাগজটা ছিলো ট্রেনের একটা হ্যান্ডবিল।তার উল্টোপিঠে কাঁপা কাঁপা পেন্সিলের লেখা। বুঝতে কষ্ট হয় না যে,কেষ্টনগর থেকে কল্লোল অফিসে ট্রেনে করে আসার সময় সেটা লেখা হয়েছে আর ট্রেনের ঝাঁকুনিতে লেখাগুলো কেঁপে গেছে। পাঠোদ্ধার করে দেখা গেল যে,লেখাটি কাজী নজরুলের বিখ্যাত গজল “বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসালে আজি দোল”।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

বলাক০৪ বলেছেন: +++

২| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: এই গান শুনে কতবার মুগ্ধ হয়েছি!!! কিন্তু গানের প্রক্ষাপট জেনে নজরুলের প্রতি শ্রদ্ধায় মন অবনত হল। এই গান তার অসাধরণ সৃষ্টির একটি নিঃসন্দেহে!!!

৩| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ঢাকাবাসী বলেছেন: পড়ে ভাল লাগল।

৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: +++

৫| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬

জিপসি মেহেদি বলেছেন: ৪ নং ++++

৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

েমাজােম্মলরক্স বলেছেন: সবাই কে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.