নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা কবিতা I am Md. Mozibur Rahman, Now I am working in Garments sector as a Assistant Manager- Planning & Coordination

মোঃ মজিবুর রহমান (সাগর)্

শখ হল তাই ব্লগ লিখি এলো মেলো ভাবনাগুলো মনের মতো করে সাজাই, মন চায় কবিতা লিখি ভাল মন্দ বুঝিনা মনে যা আসে লিখে ফেলি তাই।

মোঃ মজিবুর রহমান (সাগর)্ › বিস্তারিত পোস্টঃ

আবার এলাম ফিরে সামুর বাংলা ব্লগে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

আবার এলাম ফিরে তোমার ভালবাসার টানে
নতুন করে কিছু এলো মেলো ভাবনা নিয়ে স্বপ্ন রচনা করবো,
নিজেকে সাঁজাবো আবার তোমার মতো করে।
জানি তুমি আলাদা করে আমায় নিয়ে ভাবোনা
তাতে আমার কোন কষ্ট নেই,
সান্তনা এতোটুকুই এই যে
তোমার হৃদয়ে কিঞ্চিত স্থান পেয়েছি
এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা করি না।

একদা সপ্ন দেখিতাম তোমার সঙ্গি হবো
এখন আর সপ্ন দেখার অবসর নেই, আছে শুধু বাস্তবায়নের চেষ্টা,
তুমি কি হবে মোর নিত্য দিনের সঙ্গি ?
এ আমার অবচেতন মনের বাসনা।

কখনো ভুলে যেও না আমায়, আমি যে তোমার মাঝে বেঁচে আছি;
তুমি দুরে গেলে আমার আর সপ্ন দেখা হবে না।
তোমার সকল সুভাকাঙ্খিরাই যেন আমার বন্ধু,
তাই আমার জন্যই তোমার কাছে আবার ফিরে এলাম।
ফিরে এলাম এই সামুর বাংলা ব্লগে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.