নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

বার্ধক্যে

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮


সফলতা আজ উদাস হয়ে চেয়ে আছে আজ তোর পাণে
জাগবি কবে উঠবি তুই
যেন ভর দুপুরে সকাল ন’টার ট্রেন তোকে টানে
হাছড়ে-পাছড়ে শামুকের গতিতে
নাক ডাকুনি ঘুমের সুন্দর স্বপ্নবিলাসে
শীতের কাঁথা আমায় টানেরে ভাই অনেক টানে।


বদলে গেছে স্রোতের সাথে সাদা কালো পৃষ্ঠার ভাঁজে
আন্ডারলাইন আর পরেনা অচেনা কোন উপন্যাসে
সেজেছো আজ, বেঁধেছো কাব্য লাফ দিয়ে পড়েছো ফাঁদে
চলছে ঢিলামির পর ঢিলামি হাতে রাখা তোর অনেক কাজে
আজকের কাজ আগামীর জন্য রেখে প্রমান করেছো বৎস!
আইনস্টাইন যেন আজ তোর কাছে ফেল মেরেছে।



ভোর পাঁচটা অবধি ফোনে কথা বলা চাই-ই-চাই
তাছাড়া আজকাল আবার ফেসবুক নামক জিনিসটি ফ্রি কি না তাই!
ঘুমুনোর সময় প্রতিজ্ঞা আমার একটায়
আজ হয়নি তো কি হয়েছে কাল ফাটিয়ে দিবো রে ভাই
সকাল দশটায় কষ্ট করে চোখ যে আবার মেলানো দায়
জানালার পর্দা টাঙাতেও ভুলে যাই।



বিরুক্ত করে ঐ পূর্ব প্রদীপ মেজাজটা যেন বিগড়ে দায়
আফসোস! আমাকে আজ কেউ শোনেনা কেউ বোঝেনা
মূর্খগুলোন কেউ জানেনা তাড়াহুড়োতে জীবনের কোন মজা নাই
না হয় আজকের দিনটা মাটিই গেলো
তাতে আব্বা-আম্মার কি আসে যায়
ফোনের উপর ফোন আসে কি যে ভিষন রাগ হয় আমার
আমি না কি সময় নষ্ট করছি সত্যিই কি তাই!



চলার গতি না কি আমার ঢুলু ঢুলু
হবেনা একে দিয়ে আর! স্টাম্পের উপর বৃদ্ধাঙ্গুলি পড়েছে সবার
কি আর বলার! চক্রান্তের শিকার হলো আজ আমার এই চাল-চুলু
রাতের বেলা যুবক আমি আর দিনেরবেলা কঙ্কাল
তবুও কষ্ট করে চলছি আমি দ্যাখেনা কেউ রে ভাই
হায়রে! দিনশেষে ক্লান্ত আমি যদি কোন এক বৃদ্ধের লাঠি পেতাম।


মস্তবড় পরিকল্পনা আছে আমার ঐ ভবিষ্যৎ নিয়ে ভাই
কাজের কাজ কিচ্ছু করিনা
শুধু ভাষণ দিয়ে বেড়াই
জীবন আমার আর জানও আমার ঐ একটা ফোন নাম্বার
কথায় কথায় ভাব নিয়ে শুধু তাকে আমি বারবার বলে যাই
সবেমাত্র শুরু করলাম! ধৈর্য্য ধর! এতো তাড়াহুড়োর দরকার নাই।



জিরো বলে সম্বোধন করে
আমার মাস্তুতো ছোট ভাই
ছেড়ে দিবোনা কাউকে আমি
একদিন প্রমাণ করে ছাড়বোই
সেদিন আর বেশীদুর নাই
দেশসেবা আমি করবোই করবো
জানেন তো? নন্দলাল কিন্তু আমার আপন বড় ভাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭

করুণাধারা বলেছেন: বাহ! চমৎকার। তেইশ বছর বয়সের যে ছেলেটিকে সর্বক্ষণ দেখি এ যেন তার কথা। কবিতার নাম এবং ছবি একেবারেই বেমানান।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৩

মি. বিকেল বলেছেন: বেমানান ছবিটার জন্য আমি অত্যন্ত দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.