নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের সবচেয়ে কার্যকরী ইন্সটিন্ক্ট এর মধ্যে সার্ভাইল ইন্সটিন্ক্ট পড়ে। মানে মানুষ বেঁচে থাকার জন্য যা করে তা আর অন্য কিছুতেই করা সম্ভব নয়, একদিক থেকে উচিতও নয়।
কিন্তু বাঙালী সমাজে সেটা বোধকরি উল্টো। এরা মহামারীকে ভয় পায় কিন্তু বাঁচার আনন্দ(Joie de vivre) নিয়ে মরবে।
এতদিনে কেউ না কেউ তো আক্রান্ত হয়েছে। উক্ত ব্যক্তি না হোক তার শাখা-প্রশাখায় আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ তো মরেছে!
কিন্তু না, তবুও ইচ্ছা করেই মুখে মাস্ক লাগাবো না, লোকারণ্য এড়িয়ে চলবো না, টঙয়ের দোকানে চা খাবোই, ভাক্সিন নিয়ে চিন্তিতও হবো না।
জ্বর আসলে সর্বোচ্চ প্যারাসিটামল গলাধঃকরণ করে কক্সবাজার ট্যুরেও যাবো। ঠিকাছে, অন্তত কিছু শিল্প-সাহিত্য জমা দিয়ে মরবো।
আর এই দলের মধ্যে আমিও পড়ি। খুব সম্ভবত আমার জানা কম, পৃথিবীতে এমন জাতি আর একটিও আছে বলে মনে হয় না। এবং বাঙালির এই স্টেরিওটাইপ জাতটা নিয়ে কোথাও না কোথাও কম বেশি গর্বিত না হয়ে পারা যায় না।
২| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: এই বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। পচে গলে গেছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
জাতি দিশেহারা