![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা একদা একসময় খুবই প্রাসঙ্গিক ছিলো তা পরবর্তীতে পুরোপুরি অপ্রাসঙ্গিক পর্যন্ত হয়ে যেতে পারে। সময় বদলায়, মানুষ বদলায়, চেনা পৃথিবী তার রঙ পাল্টায়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে ক্ষয়ে যেতে যেতে একদিন নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে অসময়ের দশ ফোঁড়।
কথা বলছিলাম আমাদের সবার পরিচিত ‘নকিয়া (Nokia)’ মুঠোফোন নিয়ে। নকিয়ার টেলিকম যাত্রা ১৯৬০ সালে, ফিনল্যান্ডে। ১৯৯৪ সালে নকিয়ার ‘নকিয়া ২১০০’ সিরিজ লঞ্চ করে; যার রিংটোন ‘গ্রান ভালস’ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রিংটোনে পরিণত হয়। এই সিরিজ ২০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়। ১৯৯৮ সালে নকিয়া বিশ্বের শীর্ষ মোবাইল প্রস্তুতকারকে পরিণত হয়। ১৯৯৬-২০০১ সালের মধ্যে তাদের মুনাফা ৬.৫ বিলিয়ন ইউরো থেকে বেড়ে ৩১ বিলিয়ন ইউরো হয়।
২০১০ সালে তাদের স্মার্টফোন বাজারে শেয়ার ছিল ৩৩.১% (১০০ মিলিয়ন ইউনিট বিক্রি), যেখানে অ্যাপলের বিক্রি ছিল ৪৭.৫ মিলিয়ন এবং স্যামসাংয়ের মাত্র ২৩ মিলিয়ন ইউনিট।
১. নকিয়া ১১০০ (২০০৩): ২৫০ মিলিয়ন ইউনিট বিক্রি। ইতিহাসের সর্বাধিক বিক্রিত মোবাইল।
২. নকিয়া ১১১০: ২৪৮ মিলিয়ন ইউনিট বিক্রি। এছাড়া নকিয়া মুঠোফোনের বিখ্যাত ‘স্নেক (Snake) গেম’ (১৯৯৭) যা ৩৫০ মিলিয়ন ডিভাইসে ইনস্টল করা ছিলো।
কিন্তু নকিয়া টাচস্ক্রিন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গ্রহণে বিলম্ব করে। ২০১১ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ব্যবহারের সিদ্ধান্ত নেয়, যা বাজারে প্রায় পুরোপুরি ব্যর্থ হয়। ২০১৩ সালে মাইক্রোসফট ৭.১৭ বিলিয়ন ডলারে নকিয়ার মোবাইল বিভাগ কিনে নেয়, যার ফলে নকিয়ার শেয়ারের মূল্য ৪০ ডলার থেকে মাত্র ২ ডলারে নেমে আসে।
বর্তমানের নকিয়া স্মার্টফোনের দশা আমাদের সবারই কমবেশি জানা আছে। নকিয়া কোম্পানি এক হিসেবে স্মার্টফোন বাজারে আজও প্রাসঙ্গিক কিন্তু সেরা দশ স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানির মধ্যেও আর নাই। গত ৬০ বছরের চিরচেনা নকিয়ার লোগো পরিবর্তন দেখে সবাই আশা নিয়ে ছিলো যে, নকিয়া দুর্দান্ত একটি কামব্যাক দিতে পারে। কিন্তু স্মার্টফোন সম্পর্কে সামান্যতম যার জানাশোনা আছে তিনি আজও আপনাকে নকিয়া স্মার্টফোন ক্রয়ের পরামর্শ দিতে পারছেন না।
আর নকিয়ার সেই অতীত গৌরব! না, পুনরায় ফিরে পাওয়া টেকনিক্যালি তো আর সম্ভব বলে মনে হয় না।
অনেক স্মৃতি বিজড়িত এই নকিয়া কোম্পানি আজ তার গ্রাহকদের জন্য হতাশার একটি নাম। নতুন লোগো আর অতীত গৌরব ছাড়া নকিয়া টেলিকমের কাছে তেমন নতুন কিছুই আর অফার করার মত নাই। অবশ্য আজও নকিয়া মুঠোফোন চালু করলে লেখা ওঠে, “Nokia - Connecting People”।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:৩৭
মি. বিকেল বলেছেন: ঋণাত্মক শূণ্য ভাইয়ের উদ্ধৃতিটি— “we didn’t do anything wrong, but somehow, we lost”— প্রায় লিজেন্ড-স্ট্যাটাস পাওয়া এক বাক্য। কিন্তু সত্যি কথা বলতে, এই বক্তব্যের পেছনে দু’ধরনের তথ্য আছে:
১. ইমোশনাল মিথ বনাম ফ্যাক্ট
অনলাইনে যেটা ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো— ২০১৩-তে মাইক্রোসফট নকিয়া কিনে নেওয়ার ঘোষণার প্রেস কনফারেন্সে সিইও (তৎকালীন স্টিফেন এলপ) কেঁদে ফেলেছিলেন এবং এই কথাটি বলেছিলেন। কিন্তু আসলে সেদিনের ভিডিও বা অফিসিয়াল ট্রান্সক্রিপ্টে এ রকম কোনো উক্তি নেই। অনেকেই বলেন, এটি একটা “লোককথা” যা LinkedIn-এ মোটিভেশনাল পোস্ট হিসেবে ভাইরাল হয়।
২. তবু যেটা সত্যি, সেটা হলো— নকিয়া আসলেই “কিছু ভুল করিনি” ভাবেই পথ হারিয়েছিল। তারা সিমবিয়ান ধরে রাখল, অ্যান্ড্রয়েড ধরল না; টাচস্ক্রিনকে “গিমিক” ভাবল; অ্যাপ-ইকোসিস্টেম বুঝল না। ফলে প্রতিযোগীরা যখন “ভুল” কাজগুলো ঠিক করে লাফিয়ে এগোল, তখন নকিয়া দাঁড়িয়ে রইল। অর্থাৎ, “কিছু ভুল করিনি” বলাটাই ছিল সবচেয়ে বড় ভুল— কারণ সময়ের সঙ্গে নিজেকে বদলানোটাও একটা ‘right’ কাজ।
তাই আমি মনে করি, এই বাক্যটি যদি কোনো দিন বলাই হয়ে থাকে, সেটা হৃদয় ছুঁয়েছে বলেই এতদিন টিকে আছে; কিন্তু ব্যবসার পাঠ হল— “not doing anything wrong” আর “not doing the right thing in time”— দুটো সমার্থক নয়।
২| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: এক নম্বর নায়িকা পেছাতে পেছাতে তালিকার শেষে চলে যায়।
নোকিয়ারও একই অবস্থা।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:৩৯
মি. বিকেল বলেছেন: রাজীব নুর ভাই,
ঠিক যেন সিনেমার সেই ডায়লগ— “Hero থেকে Zero হতে সময় লাগে না!” একসময়কার বক্স-অফিস কুইন যখন নতুন ফর্মুলা না ধরে একই ডান্স-স্টেপে থাকে, দর্শক হল ছেড়ে ওটিটিতে চলে যায়। নকিয়াও সেই ট্র্যাপে পা দিয়েছিল— সিমবিয়ান-নৃত্য চালিয়ে গেল, অ্যাপ-ম্যানিয়া আর টাচ-স্ক্রিন রোম্যান্সটা ধরতে পারল না। ফলাফল? নম্বর-ওয়ান নায়িকা আজ কাস্টিং কাউচের গল্প শুনছে, আর নকিয়া “কানেক্টিং পিপল” স্লোগানটা ধরে রেখেছে— কিন্তু কানেকশনটা আর গ্রাহকের সঙ্গে নয়, স্মৃতির সঙ্গে!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: “we didn’t do anything wrong, but somehow, we lost”: Nokia CEO
নোকিয়ার তৎকালীন CEO-এর এই কথাটিকে আপনি কিভাবে দেখেন?