![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলবাড়িয়ায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের পা জড়িয়ে ধরেছেন গোল্লা পাগলা (৪৫)। এ সময় তাঁকে বললেন, আমার খাস জমি চাই। বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে পাগলের বক্তব্য শুনে হেসে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বিকাল সাড়ে চারটায় ফুলবাড়িয়া থানায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ কা- ঘটে। এ সময় মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। প্রধান অতিথির আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত সুধী সমাজ হতভম্ব হয়ে দেখছিলেন এই কা-। এক পর্যায়ে পুলিশ এসে গোল্লা পাগলাকে জোর করে থানা হাজতে নিয়ে যায়। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া জানান, গোল্লা পাগলাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।
২| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:৪৫
হুলামামা২৭৫ বলেছেন: গোল্লা পাগল রাবিশ, ননসেন্স, স্টুপিড, ভকেট ........
৩| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
হাসিব০৭ বলেছেন: মদন বলেছেন: রতনে রতন চিনে :
হুলামামা২৭৫ বলেছেন: গোল্লা পাগল রাবিশ, ননসেন্স, স্টুপিড, ভকেট ........
৪| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৩
দুঃখ হীন পৃথিবী বলেছেন: পাগলের সর্দারের পা জড়িয়ে ধড়েছিল একজন শীর্ষ্য
১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৯
মতলববাজ জাহিদ বলেছেন: হাছা কইছেন. মিয়া ভাই
৫| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮
বিডি আমিনুর বলেছেন: গোল্লা পাগলার কবলে মখা পাগলী
৬| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫
বোকা_ছেলে বলেছেন: অনেক বছর সংগী পাইয়া আবেগ ধইরা রাখতে পারে নাই। জয় বাংলা
৭| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৫১
তিক্তভাষী বলেছেন: "আমার খাস জমি চাই"। পাগলাও জেনে গেছে কারা কোন কাজে ব্যস্ত।
৮| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৫৬
মুক্তকণ্ঠ বলেছেন: মদন বলেছেন: রতনে রতন চিনে
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩
মদন বলেছেন: রতনে রতন চিনে