| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিঃ সালাউদদীন
আমি জন্ম সূত্রে বাংগালী, বাংলা আমার মায়ের ভাষা, যে ভাষাকে রাষ্ট্রীয় সম্মান দিতে পাকিস্তানী বর্বর সেনাদের হাতে শাহাদাত বরণ করেছেন সালাম রফিক বরকত জব্বার সহ হাজার হাজার ভাষা প্রিয় বাংগালী । আমি বাংগালী, বাংলা আমার জন্মভূমি বাংলাদেশ, যে দেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানী বর্বর সেনাদের হাতে শাহাদাত বরণ করেছেন আরো ত্রিশ লক্ষ স্বাধীনচেতা বাংগালী পুরুষ এবং নারী, বীরাঙ্গনা হয়েছেন আরো হাজার হাজার মা বোন । বাংলাদেশ আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার ।
পঞ্চম এবং সর্বশেষ রোমান সম্রাট "নিরো" ( জন্ম ঃ ১৫ই ডিসেম্বর ৩৭, মৃত্যু ঃ ৯ই জুন ৬৪ ), এর-ও পূর্বে প্রথম রোমান সম্রাট "অগোস্টে" ( জন্ম ঃ জীসু খৃষ্টাব্দের পূর্বে ২৩ সেপ্টেম্বর ৬৩, মৃত্যু ঃ ১৯শে আগষ্ট ১৪ জীসু খৃষ্টাব্দের পরে ), শার্লমান যিঁনিঁ তৎকালীন ফ্রাঁন্স সম্রাটের একজন রাজা ছিলেন ( জন্ম ঃ ২রা এপ্রিল ৭৪২, মৃত্যু ঃ ২৮শে জানুয়ারী ৮১৪ ), ফ্রাঁসোয়া প্রমিয়ের ( জন্ম ঃ ১২ই সেপ্টেম্বর ১৪৯৪, মৃত্যু ঃ ৩১শে মার্চ ১৫৪৭ ), চার্লস ।X, যিঁনিঁ ১৫৬০ থেকে ১৫৭৪ সাল পর্যন্ত ফ্রান্সের রাজা ছিলেন ( ২৫ শে জুন, ১৫৫০ তারিখে সেন্ট জর্মা-অ লে-এ"র রাজ প্রাসাদে জন্মগ্রহণ করেন এবং ৩০ শে ১৫৭৪ খ্রিস্টাব্দের ৩০ শে মে স্বাতো-দ্য- ভেন্সেন-এ মারা যান ), হেনরি চতুর্থ, ১৫৫৩ সালের ১৩ ডিসেম্বরে বোরনের জন্মগ্রহণ করেন এবং ১৪ ই মে ১৬১০ তারিখে নিহত হন ), তাঁদের সকলের একটি উচ্চাকাঙ্ক্ষা ছিলো, কি-করে ফ্রাঁন্সের ভিতর দিয়ে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহা-সাগর পর্যন্ত একটি খাল খনন করা যায়, কি-করে আটলান্টিক মহা-সাগর থেকে ভু-মধ্য সাগরের সাথে দীর্ঘ বাঁক এড়ানোর পরিবর্তে এবং পানি সরবরাহ সহ জল-সংযোগ স্থাপন করা যায় ? তাঁদের সকলের মূল উদ্যেশ্য ছিল পানি সরবরাহ সহ বানিজ্য সম্প্রসারণ করা । কিন্তু তা কি-করে সম্ভব ? মাঝ পথে রয়েছে পাহাড় আর পর্বত । সবাই সবার কেন্দ্র বিন্দু থেকে অনেক অধ্যয়ন করেছেন এবং অনেকগুলি প্রকল্প-ও এসেছে, কিন্তু তাঁদের কেউই এই জংশনের সম্ভাব্যতা নিশ্চিত করতে পারেনি,,,,,,,,,,,,, 
©somewhere in net ltd.